Top
সর্বশেষ

লেনদেন চালুর বিষয়ে বিএসইসি’র সভা বৃহস্পতিবার

২৭ মে, ২০২০ ১:২৪ অপরাহ্ণ
লেনদেন চালুর বিষয়ে বিএসইসি’র সভা বৃহস্পতিবার

করোনার পরিস্থিতিতে পুঁজিবাজারের লেনদেন চালুর বিষয়ে বৃহস্পতিবার (২৮ মে) সিদ্ধান্ত নিতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ।

এদিন বিএসইসি’র নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামের নেতৃত্বের প্রথম কমিশন সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় লেনদেন চালু করা বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তথ্য মতে, করোনার প্রভাব মোকাবিলায় দুই মাসের বেশি সময় ধরে সাধারণ ছুটির আওতায় পুঁজিবাজারে লেনদেন বন্ধ রয়েছে। তবে দীর্ঘ দিন লেনদেন বন্ধ থাকার কারণে পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল পক্ষই ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীরাও বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এরই ধরাবাহিকতায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ, বিভিন্ন স্টেকহোল্ডারসহ বিনিয়োগকারীরা লেনদেন চালুর বিষয়ে ইতোমধ্যে বিএসইসিকে অনুরোধ জানিয়েছেন। একই বিষয়ে সম্মতি জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কর্তৃপক্ষ। আর এসব বিষয়কে গুরুত্ব দিয়ে লেনদেন চালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিএসইসি।

এর আগে গত ১৭ মে বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলামকে নিয়োগ দেয় সরকার। এরপরে ২০ মে কমিশনার হিসেবে অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ ও অধ্যাপক মিজানুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। নবনিযুক্ত চেয়ারম্যানের নেতৃত্বে এবং নতুন ও পুরোনো কমিশনারদের সমন্বয়ে বৃহস্পতিবার প্রথম কমিশন সভা অনুষ্ঠিত হবে।

শেয়ার