সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানিটি ৯০০ বারে ১২ লাখ ৬৫ হাজার ৭৯৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ২০ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা আফতাব অটোমোবাইলসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৬১ বারে ১২ লাখ ৬৩ হাজার ৮৩৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৫৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা একমি পেস্টিসাইডসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ০৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৪৩ বারে ২০ লাখ ১ হাজার ৫১৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৭২ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- নিটল ইন্সুরেন্স, বীচ হ্যাচারি, নাভানা ফার্মা, জিকিউ বলপেন, ইস্টার্ন হাউজিং, লাভেলো আইসক্রিম এবং ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক পিএলসি।
এসকেএস