Top
সর্বশেষ
থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের শাল-গজারির বনে আগুন দেশকে ডেথভ্যালিতে পরিণত করেছে সরকার: রিজভী মধুখালীতে দুই ভাইকে হত্যা, চেয়ারম্যান ও মেম্বারকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা বিএনপিকে গণতান্ত্রিক দল মনে করি না: কাদের শেরে বাংলা এ কে ফজলুল হকের মাজারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু আজ জনগণের জন্য কাজ করতে আ. লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ব্যর্থতা ঢাকতেই কি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশ্ন টিআইবির ভারতের শেয়ারবাজারে পতন

দর বৃদ্ধির শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স

২৮ মার্চ, ২০২৪ ২:৫৭ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানিটি ৯০০ বারে ১২ লাখ ৬৫ হাজার ৭৯৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ২০ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা আফতাব অটোমোবাইলসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১৬১ বারে ১২ লাখ ৬৩ হাজার ৮৩৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৫৫ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা একমি পেস্টিসাইডসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ০৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৮৪৩ বারে ২০ লাখ ১ হাজার ৫১৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৭২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- নিটল ইন্সুরেন্স, বীচ হ্যাচারি, নাভানা ফার্মা, জিকিউ বলপেন, ইস্টার্ন হাউজিং, লাভেলো আইসক্রিম এবং ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক পিএলসি।

 

এসকেএস

শেয়ার