Top

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এডিএন টেলিকম

০১ ফেব্রুয়ারি, ২০২৫ ৮:৩৫ পূর্বাহ্ণ
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে এডিএন টেলিকম
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে এডিএন টেলিকম লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির  ৫২ কোটি ৭৬ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.১১ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা অগ্নি সিস্টেমসের ৪০ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৪০ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের ৪০ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৩৯ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-ব্র্যাক ব্যাংকের ৩৯ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকার, ড্রাগন সোয়েটারের ৩৯ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৩৮ কোটি ৭৩ লাখ টাকার, মালেক স্পিনিংয়ের ৩২ কোটি ৬৭ লাখ টাকার, মিডল্যান্ড ব্যাংকের ৩১ কোটি ৭৮ লাখ ৫০ হাজার টাকার, ফারইস্ট নিটিংয়ের ২৯ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকার এবং এসিআই লিমিটেডের ২৯ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এসকেএস

শেয়ার