সিরাজগঞ্জে দাওয়াত খেয়ে ফেরার পথে বাসচাপায় গ্রীস প্রবাসীসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও ৪জন।
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পরে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে শফিকুল ইসলাম (৩৮), তার স্ত্রী সুমনা (২০) ও শফিকুলের ছোটবোন লাকী (২৫)।
নিহত শফিকুলের বন্ধু মো: রাশেদ আলী বলেন, শফিকুল তার স্ত্রী ও বোনকে নিয়ে অটোভ্যানে করে নানা শ্বশুরের বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে মুলিবাড়ি এলাকায় পৌঁছালে তাদের ভ্যানটিকে বাস চাপা দিলে শফিকুলসহ তাদের তিনজনের মৃত্যু হয়। এঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, অটোভ্যানে চড়ে যাবার পথে বাসচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এঘটনায় অটোভ্যানচালকসহ আরও চারজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ মর্গে আছে ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনজে