ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ডেল্টা স্পিনার্স লিমিটেড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩৯ দশমিক ১৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৬.৪০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর বেড়েছে ২৫ দশমিক ৭১ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৬.৪০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে তাল্লু স্পিনিংয়ের শেয়ার দর বেড়েছে ২১ দশমিক ৫৭ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৬.২০ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– প্রাইম টেক্সটাইলের ১৫.৬৩ শতাংশ, হাক্কানী পাল্পের ১৩.৬২ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ১২.১৪ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ১০.১৪ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৯.৭৪ শতাংশ, সাউথ বাংলা ব্যাংকের ৮.৮৬ শতাংশ এবং খুলনা পাওয়ারের ৮.২০ শতাংশ দর বেড়েছে।
এসকেএস