Top
সর্বশেষ
হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারের জামিন ইসকন ইস্যুতে বৃহস্পতিবারের মধ্যে সরকারকে পদক্ষেপ জানাতে হবে: হাইকোর্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত ৭ জন গ্রেফতার চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল হত্যা: ৩০ জনকে আটক গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা

ফেনীতে পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল জব্দ করেছে দুদক

২৬ এপ্রিল, ২০২৪ ২:৪২ অপরাহ্ণ
ফেনীতে পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল জব্দ করেছে দুদক
ফেনী প্রতিনিধি :

ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুদক।গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,দুর্নীতি দমন কমিশন (দুদক)’র প্রধান কার্যালয় ও সমন্বিত নোয়াখালী জেলা কার্যালয় হতে একযোগে এনফোর্সমেন্ট ইউনিটের এ অভিযানিক দল বিষয়টি অধিকতর বিশ্লেষণের নিমিত্তে আঞ্চলিক এ পাসপোর্ট অফিসটির কর্মকর্তা-কর্মচারীদের কয়েকটি মোবাইল জব্দ করেছে।

এব্যাপারে দুদকের নোয়াখালী কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করে জানান,আঞ্চলিক পাসপোর্ট অফিস, ফেনী -এর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম উক্ত অফিসের কতিপয় কর্মচারীর সাথে দালালদের যোগসাজশের প্রাথমিক সত্যতা পায়। এ বিষয়ে অধিকতর বিশ্লেষণের নিমিত্ত অভিযোগ সংশ্লিষ্ট কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইলের তথ্য বিশ্লেষণপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

এসকে

শেয়ার