Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

ফেনীতে পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল জব্দ করেছে দুদক

২৬ এপ্রিল, ২০২৪ ২:৪২ অপরাহ্ণ
ফেনীতে পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল জব্দ করেছে দুদক
ফেনী প্রতিনিধি :

ফেনী আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুদক।গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,দুর্নীতি দমন কমিশন (দুদক)’র প্রধান কার্যালয় ও সমন্বিত নোয়াখালী জেলা কার্যালয় হতে একযোগে এনফোর্সমেন্ট ইউনিটের এ অভিযানিক দল বিষয়টি অধিকতর বিশ্লেষণের নিমিত্তে আঞ্চলিক এ পাসপোর্ট অফিসটির কর্মকর্তা-কর্মচারীদের কয়েকটি মোবাইল জব্দ করেছে।

এব্যাপারে দুদকের নোয়াখালী কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করে জানান,আঞ্চলিক পাসপোর্ট অফিস, ফেনী -এর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে পাসপোর্ট সেবা প্রদানে গ্রাহক হয়রানি ও ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম উক্ত অফিসের কতিপয় কর্মচারীর সাথে দালালদের যোগসাজশের প্রাথমিক সত্যতা পায়। এ বিষয়ে অধিকতর বিশ্লেষণের নিমিত্ত অভিযোগ সংশ্লিষ্ট কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইলের তথ্য বিশ্লেষণপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

এসকে

শেয়ার