সীমান্তে বিএসএফকে মোকাবিলা করার জন্য বিজিবিই যথেষ্ট বলে মন্তব্য করেছেন ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাখোরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘সীমান্তে বিএসএফকে মোকাবিলা করার জন্য বিজিবিই যথেষ্ট। আগে আমরা প্রতিরোধ করব, প্রয়োজনে ১৮ কোটি মানুষ যুদ্ধ করবে। কিন্তু জীবন দিয়ে হলেও আমরা সার্বভৌমত্ব রক্ষা করব। তাই অযথা সীমান্তের নো ম্যানস ল্যান্ডের গিয়ে ভিড় করবেন না।’
তিনি বলেন, বর্ডার এলাকার শূন্য লাইন অতিক্রম করে সবচেয়ে বেশি বাংলাদেশিরা ভারতে প্রবেশ করে। এই এলাকায় আমার দুই বছরের দায়িত্ব পালনকালে কখনোই দেখিনি শূন্য লাইন অতিক্রম করে ভারতীয় কৃষককে বাংলাদেশে ঢুকতে। ভারতীয় চোরাকারবারিরা বাংলাদেশের ভেতরে ঢুকে না এবং আপনারাও দেখেননি তাদের ঢুকতে। আর চাঁপাইনবাবগঞ্জ জেলায় ভারতীয় ফেনসিডিল ও চোরাই মোবাইল ফোনে সয়লাব হয়ে গেছে। তাই আসুন আমরা যদি প্রতিজ্ঞা করি, মাদক আমরা খাব না ও ব্যবহার করব না এবং ভারতীয় চোরাই মোবাইল ফোন ব্যবহার করব না ও কিনব না। আগে আমরা নিজে ঠিক হই।
গোলাম কিবরিয়া বলেন, ৫০০ টাকার বিনিময়ে আপনি ভারতীয় এক কেস ফেনসিডিল আনার জন্য সীমান্ত গেলেন। পরে বিএসএফের গুলিতে আহত বা নিহত হলেন। এতে কার ক্ষতি হলো? ৫০০ টাকার জন্য আপনি আপনার জীবন দেবেন? জীবন যদি দিতেই হয় তাহলে দেশের সার্বভৌমত্বের জন্য দেন। আর আহত যদি হতেই হয় তাহলে দেশকে রক্ষা করার জন্য আহত হন। সুতরাং ভারতীয় মাদক ও চোরাচালন পণ্য আমরা আনব না এবং যারা আনবে আমরা তাদেরকে প্রতিরোধ করব।
গ্রামবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সর্বশেষে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। আপনার চৌকা ও কিরণগঞ্জ গ্রামবাসী সব সময় বিজিবির পাশে ছিলেন। শুধু শিবগঞ্জবাসী নয় পুরো দেশের ১৮ কোটি মানুষ আমাদের পাশে ছিল।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া, ৫৯ বিজিবির সহকারী পরিচালক মো বেলাল, শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক, সোনামসজিদ বিওপির কোম্পানি কমান্ডার শাহজাহানসহ স্থানীয় জনপ্রতিনিধি, পেশাজীবি, স্কুল ও মাদ্রাসার শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এর আগে গত ৬ জানুয়ারি চৌকা সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গেল শনিবার সকালে আবারও বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফের সহায়তায় ভারতীয় নাগরিকরা বাংলাদেশের কৃষকদের আম গাছ ও ফসল কেটে নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে বাংলাদেমিদের ওপর হামলা চালায় ভারতীয় নাগরিক ও বিএসএফ সদস্যরা।
বিএইচ