Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার

২৩ জানুয়ারি, ২০২৫ ৩:০৭ অপরাহ্ণ
গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক :

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২টি মরদেহ উদ্ধার হয়েছে।  গাজার সিভিল ডিফেন্স এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

ভারী সরঞ্জাম ও যন্ত্রপাতির অভাবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ফিলিস্তিনিদের মরদেহের সন্ধানে বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং বাসিন্দারা তাদের অনুসন্ধান অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত ১৬২টি মরদেহ উদ্ধার করেছেন তারা।

গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে এখন পর্যন্ত ১৬২টি মরদেহ উদ্ধার হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইলি বাহিনী অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দলগুলোকে আহত ও মৃতদেহ উদ্ধারের জন্য কিছু এলাকায় পৌঁছাতে বাধা দিচ্ছিল, বিশেষ করে পূর্ব ও দক্ষিণ অঞ্চলের ফিলাডেলফি করিডোরের কাছে।

প্রসঙ্গত, দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর রোববার (১৯ জানুয়ারি) বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির প্রথমদিনে তিন নারী ইসরাইলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ।

এনজে

শেয়ার