তীব্র তাপপ্রবাহের মধ্যে অবশেষে কুমিল্লায় ঝিরিঝিরি নামল বৃষ্টি। এতে স্বস্তি ফিরে পেল কুমিল্লাবাসী। বৃহস্পতিবার (২ মে) দুপুরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। পরে বিকেল থেকে কিছুটা মাঝারি বৃষ্টিপাতে রূপ নেয়। তীব্র গরমের মধ্যে বৃষ্টি পেয়ে কুমিল্লা নগরীর লোকজনের মাঝে স্বস্তি এসেছে।
কুমিল্লা জেলা আবহাওয়া অধিদপ্তরের অফিসার ইনচার্জ ইসমাইল ভূঁইয়ার মতে, দুপুরে বৃষ্টিটা গুঁড়ি গুঁড়ি ছিল। মূলত বৃষ্টি হয়েছে সকাল ১০ টার পর থেকে। বেলা ১২টা পর্যন্ত ৩ ঘণ্টায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
গত কয়েকদিন ধরে তীব্র দাবদাহে দিনপার করেছে কুমিল্লাবাসী। তাই প্রতীক্ষার বৃষ্টিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা। অনেকে ঘর থেকে বের হয়ে বৃষ্টিতে ভিজেছেন।
ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী মাইশা বলেন, ‘গেল কয়েকদিন গরমে পুড়ছিলাম। আলহামদুলিল্লাহ আজ এমন বৃষ্টি হবে তা কল্পনায় ছিলোনা। এভাবে ধীরে ধীরে বৃষ্টি হলে আমরা শান্তিতে ক্লাস করতে পারব।
কুমিল্লা সিটি কলেজের শিক্ষার্থী জান্নাত বলেন, বৃষ্টি হওয়াতে আমরা ক্লাসে কিছুটা হলেও স্বস্তি লাগছে। যে গরম পড়েছে এতে আমরা ক্লাস করতেও পারিনি। প্রচণ্ড দাবদাহ ছিল। ঘরে বাইরে শুধু অস্বস্তি ছিল। আজ বৃষ্টি পেয়ে অনেক ভালো লাগছে, এতে আমার সহপাঠীরাও খুশি।
কুমিল্লা জেলা আবহাওয়া অধিদপ্তরের অফিসার ইনচার্জ ইসমাইল ভূঁইয়া বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার কথা ছিল। মূলত আজ বৃষ্টি হয়েছে সকাল ১০ টার পর থেকে। বেলা ১২টা পর্যন্ত ৩ ঘণ্টায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী আরও ২-৩ দিন কুমিল্লায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এসকে