বিশ্বজুড়ে পুঁজিবাজারে ডিজিটালাইজেশনকে এগিয়ে নিতে সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি) এবং সিক্স ডিজিটাল এক্সচেঞ্জের (এসডিএক্স) সঙ্গে অংশীদারত্ব করেছে বিশ্বব্যাংক। এর মাধ্যমে বৈশ্বিক অর্থদাতা সংস্থাটির টেকসই উন্নয়ন কার্যক্রমে অর্থায়নে সহায়তাও করা হবে। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সম্প্রতি আন্তর্জাতিক ইস্যকারী হিসেবে প্রথম সিএইচএফ ডিজিটাল বন্ডের মূল্য নির্ধারণ করেছে বিশ্বব্যাংক। এসএনবি সরবরাহকৃত পাইকারি কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা (ডব্লিউসিবিডিসি) সুইস ফ্রাঙ্ক ব্যবহার করে যা নিষ্পত্তি করা হবে।
এই দফায় ৭ বছর মেয়াদি ২০০ মিলিয়ন সিএইচএফ ডিজিটাল বন্ড ইস্যু করেছে বিশ্বব্যাংক। ২০০৯ সালের পর যা সর্বোচ্চ। এক্ষেত্রে ডিস্ট্রিবিউটেড লেজার প্রযুক্তি (ডিএলটি) ব্যবহার করা হয়েছে।
মূলত, পুঁজিবাজারে ডিএলটির ব্যবহার বাড়াতে এসএনবি এবং সিক্স ডিজিটাল এক্সচেঞ্জের সঙ্গে অংশীদারত্ব করেছে বিশ্বব্যাংক। এটি প্রাথমিক নিষ্পত্তির জন্য সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের ডব্লিউসিবিডিসি ব্যবহার করেছে। সেই সঙ্গে এসডিএক্সে টোকেনাইজড সিএইএফ ব্যবহার করে কুপন ও রিডেম্পশন পেমেন্ট করা হয়।
প্রচলিত সেটেলমেন্ট সিস্টেমের সঙ্গে সংযোগ করে এসডিএক্স। যেমন- ইউরোক্লিয়ার ও ক্লিয়ারস্ট্রিম। সিক্স সিসের মধ্য দিয়ে প্রথাগত অভিভাবক বা রক্ষকদের মাধ্যমে ডিজিটাল বন্ড ধারণ করতে যা বিনিয়োগকারীদের অনুমতি দেয়।
লেনদেনটি ইউরোক্লিয়ারের ডিজিটাল ফিনান্সিয়াল মার্কেট ইনফ্রাস্ট্রাকচারের (ডি-এফএমআই) ওপর বিশ্বব্যাংকের সাম্প্রতিক ডিজিটাল ইস্যু অনুসরণ করে করা হয়েছে। পাশাপাশি ডিজিটালাইজেশন প্রচেষ্টা বাড়াতে মূল বাজার অবকাঠামো প্রদানকারীদের সঙ্গে অংশীদারত্বের ভিত্তি তৈরি করেছে।
বিশ্বব্যাংকের ট্রেজারার ও ভাইস প্রেসিডেন্ট জর্জ ফ্যামিলিয়ার বলেন, আন্তর্জাতিক ইস্যুকারী হিসেবে প্রথম সিএইএফ ডিজিটাল বন্ড ইস্যু করার সুযোগ পেয়ে আমরা কৃতজ্ঞ। এটি পুঁজিবাজারের দক্ষতা বৃদ্ধিতে বিশ্বব্যাংকের প্রতিশ্রুতির আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ। কেন্দ্রীয় ব্যাংক এবং সিকিউরিটিজ ডিপোজিটরদের সঙ্গে অংশীদারত্বে যা ডিজিটালাইজেশনের চিহ্ন।