ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাওনা তিন হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শানু মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) বিকেল চারটার দিকে উপজেলার পূর্বভাগ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
জানা যায়, দীর্ঘদিন ধরে পূর্বভাগ ইউনিয়নের হাবিবুর রহমান ও আক্তার মিয়া সিলেট শহরের কদমতলী এলাকায় ভাঙারি ব্যবসা করতেন। হাবিবুর তিন হাজার টাকা পেতেন আক্তার মিয়ার কাছে। গতকাল মঙ্গলবার দুপুরে হাবিবুর তার পাওনা টাকা ফেরত চাইতে আক্তারের বাড়িতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাবিবুর আক্তারের বাড়িঘর ভাঙচুর করে। পরে বিকেলে আক্তারের চাচা শানু মিয়া হাবিবুরের বাড়িতে বিচার দিতে গেলে হাবিবুরের লোকজন তাকে মারধর করেন। পরে স্থানীয়রা শানু মিয়াকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা জানান, টাকা পয়সা লেনদেন নিয়ে মারামারি বাধে। মারামারিতে হাসপাতালে আনার পর একজন মারা গেছে। তিন হাজার টাকা পাওনা নিয়ে দ্বন্দ্ব। এজাহার দিয়েছে,মামলা এখনো ঋজু হয়নি। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। মারামারিতে তারা (আটককৃতরা) ছিল কিনা এজাহার দেখলে বলা যাবে।
এএন