Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

ফের বার্সা সভাপতি লাপোর্তা

০৮ মার্চ, ২০২১ ১:৪৫ অপরাহ্ণ
ফের বার্সা সভাপতি লাপোর্তা

ভিক্তর ফন্ত ও তনি ফ্রেইসাকে পেছনে ফেলে দ্বিতীয়বারের মতো বার্সালোনা সভাপতির দায়িত্ব পেয়েছেন হুয়ান লাপোর্তা। মোট ভোট পড়েছে ৫১ হাজার ৯৮৩টি যার মধ্যে কাতালান ক্লাবটির নতুন বোর্ডকে ভোট দিয়েছে ৫০.৪২ শতাংশ ভোটার।

২০০৩ থেকে ২০১০ পর্যন্ত বার্সেলোনার সভাপতি দায়িত্ব পালন করা লাপোর্তা পেয়েছেন ৩০ হাজার ১৮৪টি বা ৫৪.২৮ শতাংশ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফন্ত পেয়েছেন ১৬ হাজার ৬৭৯টি বা ২৯.৯৯ শতাংশ ভোট। আরেক প্রার্থী ফ্রেইসা পেয়েছেন ৪ হাজার ৭৬৯টি বা ৮.৫৮ শতাংশ ভোট।

বার্তোমেউয়ের বিদায়ের পর গত ২৪ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের জন্য তা পিছিয়ে ৭ মার্চ নেওয়া হয়।

যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে প্রবল চাপের মুখে গত অক্টোবরে সভাপতির পদ ছাড়েন জোজেপ মারিয়া বার্তোমেউ। ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পান কার্লেস তুসকেতস।

ফুটবল মাঠ, ড্রেসিং রুম থেকে শুরু করে বার্সার বোর্ড রুম পর্যন্ত ছিলো অস্থিরতা। খেলোয়ার থেকে বার্সা ভক্ত সবাই যেনো ছিলো অনিশ্চয়তায়। এমন কঠিন সময় লোপার্তর দায়িত্ব নেওয়াটা কাতালানদের জন্য কিছুটা স্বস্থির। মৌসুম শেষে মেসির ক্লাবে থাকা না থাকা অনেকটাই নির্ভর করছে এই ক্লাব প্রধানের উপর। নির্বাচনের আগেই অবশ্য লোপার্ত জানিয়েছিলেন নির্বাচিত হলেই মেসির বাবা ও তার এজেন্ট হোর্হে মেসির কথা বলবেন তিনি।

সাবেক সভাপতির সময়ের অনিয়ম আর মহামারীর মধ্যে লা লিগার দলটির অর্থনৈতিক অবস্থা নাজুক হয়ে পড়েছে। লাপোর্তার জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ বার্সেলোনার আর্থিক পরিস্থিতির উন্নতি।

শেয়ার