Top
সর্বশেষ

নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট ইলেকট্রিশিয়ানের মৃত্যু

০৪ জুলাই, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ
নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট ইলেকট্রিশিয়ানের মৃত্যু
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল (১৭) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল বাড়াইল গ্রামের মিজান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সাল পেশায় একজন ইলেকট্রিশিয়ান। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে ফয়সাল, হুমায়ূন মিয়ার একটি ভবনে ড্রিল মেশিন দিয়ে ওয়ারিংয়ের কাজ করছিলেন হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসকে

শেয়ার