নির্বাচনী জনসভায় যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।
রোববার (১৪ জুলাই) দুপুরে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগদান শেষে ভারত থেকে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সংঘাত সেভাবে ছিল না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ওপর যে হামলা, অবশ্যই আমারা গভীর উদ্বেগ এবং এটার নিন্দা জানাই। রাজনীতিতে কোনো সংঘাতের স্থান থাকা উচিত না।
যুক্তরাষ্ট্রে সংঘাতের বিষয় বলার আগে বাংলাদেশেও রাজনৈতিক অস্থিতিশীলতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার, রাজনীতিতে কোনো সংঘাত আমরা চাই না।
আমাদের দেশে যখন মানুষ পুড়িয়ে হত্যা করে, গাড়ি পোড়ানো হয়, মানুষের সম্পত্তি পোড়ানো হয়, সেটা কখনো কাম্য নয়, সেটি অনভিপ্রেত, এটা আইনবিরোধী।
এ সময় মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে তিনি জানিয়েছেন, তারা রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চান; কিন্তু বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর। তাদের বাণিজ্যিক লেনদেনের স্বার্থও আছে, সেটাও তারা গুরুত্ব দিয়েছেন।
এম পি