Top

হঠাৎ একটি গুলি মাথার মগজ ভেদকরে মৃত্যুর কোলে ঢলে পড়েন ফেনীর কাউছার

৩১ জুলাই, ২০২৪ ২:৫৩ অপরাহ্ণ
হঠাৎ একটি গুলি মাথার মগজ ভেদকরে মৃত্যুর কোলে ঢলে পড়েন ফেনীর কাউছার
ফেনী প্রতিনিধি :

হঠাৎ পেছন থেকে আসা একটা গুলির আঘাতে মাথার মগজ ভেদকরে মৃত্যুর কোলে ঢলে পড়েন কবি নজরুল কলেজের মাস্টার্স শিক্ষার্থী ও ফেনীর ইকরাম হোসেন কাওছার।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৭ ও ১৮ জুলাই দু’দিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধ ছিলো।ফলে রান্না বন্ধ ছিল শিক্ষার্থীদের মেসগুলো।

যার কারণে দু’দিন কিছু খেতে না পেরে খাবারের জন্য ১৮ জুলাই শুক্রবার দুপুরে মেস থেকে বের হয়ে জুমার নামাজ শেষে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক ঠেলাওয়ালার দোকান থেকে ভাত চেয়ে খায় ইকরাম।ফেরার সময় রাতের খাবারের জন্য কাওছারকে এক প্যাকেট বিস্কুট সেঁধে ধরিয়ে দেয় ঠেলাওয়ালা নিজেই। কাউছার বিস্কুটের প্যাকেটটি ছিঁড়ে সড়কেই একটি বিস্কুট মুখে দেয়।

এমন সময় পিছন থেকে তাঁর মাথায় গুলি করে পুলিশ।মুহূর্তেই মাথার মগজ ভেদকরে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড় সে। দূর থেকে এ দৃশ্য দেখে সেই ঠেলাওয়ালা। দ্রুত এগিয়ে এসে মগজগুলো পলিথিনে তুলে নিয়ে একরামকে সহ স্যার সলিমুল্লাহ মেডিকেলে পাঠাতে সহযোগিতা করেন তিনি।এভাবেই নিজের বড় ভাইয়ের মৃত্যুর বর্ণনা সাংবাদিকের নিকট তুলে ধরেন একরামের ছোট ভাই ইমরান হোসেন ফারুক।

ফারুক জানান , মৃত্যুর ২০ মিনিট আগেও বাড়িতে ফোন করেছিলেন তাঁর বড় ভাই ইকরাম ।কারণ কবি নজরুল কলেজ সংলগ্ন লক্ষীবাজার এলাকায় একরাম যে জায়গায় থাকতো, সেখানে বিদ্যুৎ না থাকায় মোবাইলে চার্জ ছিল না তার । এজন্য যেই ঠেলাওয়ালা তাকে ভাত খাইয়েছিল,মৃত্যুর পূর্বে সেই ঠেলাওয়ালার মুঠোফোন থেকে বাড়িতে ফোন করেছিলেন সে।এর কিছুক্ষণ পরই সেই ঠেলাওয়ালাই ইকরামের মৃত্যুর সংবাদটি প্রথম তার বাড়িতে পাঠান।

ফারুক আরও বলেন, ভাইয়ার সেই ফোন কলটিই ছিল বাবার সাথে তাঁর শেষ কথা।ওই সময় পিতাকে একরাম বলেছিল সে ভালো আছে । তার জন্য দোয়া করতে এবং ছোট ভাই মানে (ইমরান হোসেন ফারুককে) দেখে রাখতে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাড়ি ফিরে আসবে সে।

নিহত ইকরাম হোসেন কাউছার ফেনী জেলার পরশুরাম উপজেলার রাজসপুর গ্রামের হাজী বাড়ির স্কুল শিক্ষক আনোয়ার হোসেনের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে ইকরাম ছিলো মেঝ।

নিহত ইকরামের পিতা আনোয়ার হোসেন কান্না জড়িত স্বরে সাংবাদিকদের জানান সামান্য স্কুল শিক্ষক হয়ে অনেক কষ্টে তিন সন্তানকে পড়ালেখা করিয়ে যাচ্ছিলেন তিনি । এরমধ্যে বড় ছেলে ইকরাম এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ পেয়ে রাজধানীর কবি নজরুল কলেজ থেকে অনার্স শেষ করে মাস্টার্স পড়ছিলেন ।ছেলের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের জমি বিক্রি করে ছেলের পড়ালেখার খরচ চালাচ্ছিলেন এই অভাগা পিতা।

তিনি আরও বলেন, ছেলের স্বপ্ন ছিল মাস্টার্স শেষ করে বিসিএস এ অংশগ্রহণ করবে সে।অথচ, পুলিশের গুলিতে অংকুরেই বিনষ্ট হয়ে গেল ছেলেটির জীবনের সকল স্বপ্ন ।তাঁর প্রশ্ন এ হত্যার দায় নেবে কে ?

তিনি জানায়,ছেলের ইকরামের মাথায় গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে শুক্রবার রাতেই ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন তার পিতা-মাতা। পরদিন ময়নাতদন্ত শেষে লাশ গ্রামের বাড়িতে নিয়ে এসে রাতেই জানাজা ও দাফন সম্পন্ন করেন পারিবারিক কবরস্থানে।

অন্যদিকে ছেলের মৃত্যুর খবর পেয়ে বারবার মূর্ছা যাচ্ছেন একরামের গর্ভধারিনী মা রুমি আক্তার। অনেকটা বাকরুদ্ধ এই মা।এছাড়াও কিছুতেই মেধাবী এ শিক্ষার্থীর এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা।

ইকরামের একমাত্র বোন জান্নাতুল ফেরদৌস সাংবাদিকদের জানান, অনেক অভাব-অনটনের মধ্যেও আমাদের পরিবারের সবার আশা ছিল পড়ালেখা শেষ করে ইকরাম পরিবারে হাল ধরবে।তখন কিছুটা হলেও আমাদের দুঃখ ঘুচবে এমনটাই আশা করেছিলাম আমি নিজেও।এখন আমার সেই ভাইটি আর নেই,বিনা অপরাধে তাকে হত্যা করা হয় অত্যন্ত নির্মমভাবে। ফলে ভেঙে চুরমার হয়ে গেছে আমাদের পরিবারের দীর্ঘদিনের লালিত স্বপ্ন।এমন নির্মমতার উচিৎ বিচার দাবি করে তাঁদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে সকলের প্রতি আবেদন জানিয়েছেন সে।

এসকে

শেয়ার