কর্মবিরতি প্রত্যাহার করে আট দিন পর সড়কে ফিরেছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে হাজীগঞ্জে দায়িত্ব পালন শুরু করেন তারা। ওই সময় ট্রাফিক পুলিশের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
সকাল থেকে বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। পাশাপাশি পোশাক পরিহিত ট্রাফিক পুলিশের সঙ্গে রাস্তায় যানবাহনের নিয়ন্ত্রণে রয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। কয়েকটি স্থানে সড়কে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘ বিরতির পর সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ। সকালে তাদের ফুল দিয়ে বরণ করা হয়। ট্রাফিক পুলিশের সাথে সাধারণ শিক্ষার্থীরাও দায়িত্ব পালন করবে।
হাজীগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর বোরহান উদ্দিন সেলিম জানান, গত কয়েকদিন শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করেছে। সড়কে কোনো যানজট যেন না থাকে সকাল-সন্ধ্যা তারা সড়কে ছিলো। তাদের এমন কার্যক্রম সত্যি প্রশংসনীয়। দীর্ঘ বিরতির পর ট্রাফিক পুলিশও সড়কে দায়িত্ব পালন শুরু করেছে।
এসকে