Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

এক হালি পূর্ণ করে শেষ ষোলো নিশ্চিত করল লিভারপুল

১১ মার্চ, ২০২১ ২:২৮ অপরাহ্ণ
এক হালি পূর্ণ করে শেষ ষোলো নিশ্চিত করল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে রীতিমতো ধুঁকছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। নিজেদের ঘরের মাঠে টানা ছয়টি ম্যাচে হেরেছে তারা, পয়েন্ট টেবিলে নেমে গেছে আট নম্বরে। ইপিএল শিরোপা ধরে রাখার সম্ভাবনা প্রায় শেষই হয়ে গেছে তাদের।

তবে ঠিক উল্টো চিত্র উয়েফা চ্যাম্পিয়নস লিগে। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্টে গত আসরের সেমিফাইনালিস্ট আর বি লাইপজিগকে বিদায় করে শেষ আটে পৌঁছে গেছে লিভারপুল। দুই লেগ মিলে লাইপজিগের জালে এক হালি গোল দিয়েছে অলরেডরা।

বুধবার রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে হাঙ্গেরির পুসকাস এরেনায় খেলতে নেমে ২-০ গোলে জিতেছে লিভারপুল। এর আগে প্রথম লেগেও একই মাঠে দুই গোলে জিতেছিল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

ফিরতি ম্যাচে লিভারপুলের হয়ে গোল দুইটি করেছেন দলের সেরা দুই তারকা সাদিও মানে এবং মোহামেদ সালাহ। ম্যাচের ৭০ মিনিটে প্রথম গোল করেন সালাহ। মিনিট চারেক পর দ্বিতীয় গোলটি করেন মানে।

দিনের অন্য ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা ও প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে প্রথম লেগে ৪-১ গোলে জেতায় দুই লেগ মিলে ৫-২ গোলের অগ্রগামিতায় পরের রাউন্ডে চলে গেছে পিএসজি।

শেয়ার