Top
সর্বশেষ

চট্টগ্রামে ১৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৮৯

১৭ আগস্ট, ২০২৪ ৪:৫৩ অপরাহ্ণ
চট্টগ্রামে ১৫ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ৮৯
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে আবারো দেখা দিয়েছে এডিস মশার উপদ্রব। নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো তিনজন। আক্রান্তদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একজন শিশু।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন দুজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন একজন। যেহেতু এডিস মশা দিনেও কামড়ায়, তাই দিনের বেলায় ঘুমাতে গেলেও ঘরে মশারি অথবা কয়েল ব্যবহার করতে হবে। ঘরের আনাচে-কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ওষুধ বা স্প্রে দেওয়া যেতে পারে। সুরক্ষিত থাকতে দিনে যথাসম্ভব লম্বা পোশাক পরাই ভালো। এডিস মশা সাধারণত পরিষ্কার পানিতে বংশবিস্তার করে।

জানা গেছে, চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৮৫ জন। এরমধ্যে নগরে ২৪৬ জন ও বিভিন্ন উপজেলায় ২৩৯ জন। চলতি আগস্ট মাসে আক্রান্ত হয়েছেন ৮৯ জন। এ পর্যন্ত মারা গেছেন চারজন।

এসকে

শেয়ার