Top
সর্বশেষ
সরকারের মূল অর্থনৈতিক সংস্কারের অংশ হতে প্রস্তুত বিশ্বব্যাংক সংস্কার কমিশনগুলোর কাজ শুরু অক্টোবরে, রিপোর্ট ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন বাংলাদেশ ব্যাংকের পর্ষদের পরিচালক হলেন ফাহমিদা খাতুন রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের এমডির নিয়োগ বাতিল ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত অশ্বিন-জাদেজার বীরত্বে চালকের আসনে ভার‍ত ঢাবিতে পিটিয়ে হত্যা: ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থী গ্রেপ্তার দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করায় ডিএসইতে ফের ২ স্বতন্ত্র পরিচালক নিয়োগ অভাবনীয় সব সুবিধা নিয়ে ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড আনল সিটি ব্যাংক

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

২১ আগস্ট, ২০২৪ ৩:১৫ অপরাহ্ণ
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ–পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টে দিয়েছে বৃষ্টি বাগড়া। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হওয়ার কথা ছিল। ভেজা আউটফিল্ডের কারণে তা হয়নি। অবশেষে দুপুর ৩টায় টস হয়েছে। টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত।

খেলা শুরু হবে সাড়ে ৩টায়। বৃষ্টির কারণে টস ছাড়াই মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিল দু’দল। নতুন করে বৃষ্টি বাগড়া না দিলে কিংবা আলোকস্বল্পতা জনিত কোনো সমস্যা না হলে আজ ৪৮ ওভার খেলা হওয়ার কথা রয়েছে। চা-বিরতি হবে ৫টা ২০ মিনিটে।

২০ মিনিট বিরতির পর ফের খেলা শুরু হওয়ার কথা রয়েছে ৫টা ৪০ মিনিটে। দিনের খেলা শেষ হওয়ার কথা রয়েছে সন্ধ্যা ৭টায়। অর্থাৎ আগের নির্ধারিত সময়ের চেয়ে আধ ঘণ্টা বাড়তি খেলা হতে পারে।

চোটে পড়া ওপেনার মাহমুদুল হাসান জয়ের জায়গায় একাদশে এসেছেন সাদমান ইসলাম। এছাড়া তিন পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের সঙ্গে আছেন নাহিদ রানা।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলী ও খুররম শেহজাদ।

এম জি

শেয়ার