Top

বিচারক নিয়োগের দাবিতে ফেনীতে মানববন্ধন

১১ মার্চ, ২০২১ ৭:৪৭ অপরাহ্ণ
বিচারক নিয়োগের দাবিতে ফেনীতে মানববন্ধন
ফেনী প্রতিনিধি :

ফেনী জেলা আইনজীবী সমিতি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ ও নারী শিশু আদালতে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে ফেনীর আদালত প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট নুর হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পিপি হাফেজ আহাম্মদ, ফেনী ল কলেজের অধ্যক্ষ রাশেদ মাযহার, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া, সাবেক সভাপতি মো ইব্রাহিম, সাবেক সাধারণ সম্পাদক ইউছুপ আলমগীর।

এছাড়াও বক্তব্য রাখেন-এডভোকেট ফজলুল হক ছোটন, সাইফুদ্দিন মজুমদার শাহিন, নুরুল ইসলাম, গাজী তারেক আজিজ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ এক বছর যাবৎ ফেনীর আদালতে নারী শিশু মামলার বিচারক নেই। যার কারণে আসামি ও বাদীরা নানান বিড়ম্বনায় পড়ছেন। অনেকে বিচার না পেয়ে আপোষ মিমাংসায় বাধ্য হচ্ছে।

এছাড়াও ফেনীর আদালতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ না করায় কোন দিন কোন বিচারক কোন আদালতে বসবেন তা ঠিক থাকে না। জেলা প্রশাসক কার্যালয়ের নিচে বসে বিচারকার্য পরিচালনা করতে হচ্ছে। এতে করে আদালতের বিচারপ্রার্থীসহ সংশ্লিষ্ট সকলের নানান সমস্যা সৃষ্টি হচ্ছে।

শেয়ার