পাবনার ঈশ্বরদী পৌরসভার জলাবদ্ধতা পরিদর্শন করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় বৃষ্টি উপেক্ষা করে পৌর প্রশাসক সুবীর কুমার দাশ পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামকে সাথে নিয়ে পৌর শহরের কলেজ রোড, ঠাকুর বাড়ি, আমবাগান পুলিশ ফাঁড়ি, আমবাগান হাউজিং সহ বিভিন্ন এলাকার জলাবদ্ধতা পরিদর্শন করেন।
এছাড়াও তিনি অবৈধ দখল স্থাপনা ও পৌর এলাকার পানি নিস্কাশন ব্যবস্থাপনা, ময়লা আর্বজনা পরিস্কার পরিদর্শন করেন।
এ বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম সাংবাদিকদের জানান, ড্রেনেজ ব্যবস্থা থাকলেও যত্রতত্র ময়লা আবর্জনা ফেলায় পরিবেশ দূষন হচ্ছে। আমরা আশা করছি, অল্প সময়ের মধ্যে সব সমস্যা সমাধান হয়ে যাবে।
এ দিকে পৌর প্রশাসক সুবীর কুমার দাশ সাংবাদিকদের জানান, ড্রেনের মুখ বন্ধ ও পানি নিষ্কাসনের সঠিক ব্যবস্থা না থাকায় শহরের অনেক বাড়ি ঘরের মধ্যে ঢুকে পড়েছে বৃষ্টির পানি। তবে খুব অল্প সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসনে অবৈধ দখলদারদের উচ্ছেদ ও স্থাপনা সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন পৌর সেনেটারী ইন্সপেক্টর আবুল কায়সার সুজা, পৌর কনজারভেনজিং ইন্সপেক্টর রুয়েল, ৭ নং ওয়ার্ডের সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক সেলিম আহমেদ, সহ সূধীজন উপস্থিত ছিলেন।
বিএইচ