Top
সর্বশেষ
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র অন্তর্বর্তী সরকারও দেবে: প্রেস সচিব সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব এবার এস আলমের প্রতিষ্ঠানকে ফোর্স লোন সুবিধা দিল ইউনিয়ন ব্যাংক ৬ কারণে ডলারের বাজারে অস্থিরতা, মনিটরিং জোরদার করেছে কেন্দ্রীয় ব্যাংক এস আলমের ৮ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজ করতে দুদকের চিঠি বেস্ট হোল্ডিংসের ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন ইসরায়েলি শ্রমবাজারের দখল নিচ্ছে ভারতীয়রা রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের প্রধান উপদেষ্টার নির্দেশ আন্দোলন প্রত্যাহার করলেন ট্রেইনি চিকিৎসকরা

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ

২৯ সেপ্টেম্বর, ২০২৪ ৩:১২ অপরাহ্ণ
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ
স্পোর্টস ডেস্ক :

টি-টোয়েন্টি বিশ্বকাপেরই পরপরই আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে ব্যস্ত সূচির কারণে সেই সিরিজ স্থগিত করেছিল দুই দেশের ক্রিকেট বোর্ড। তবে নতুন করে সিরিজের সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।

রোববার (২৯ সেপ্টেম্বর) এসিবির প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ৬ নভেম্বর শুরু হবে দুই দলের সিরিজ, শেষ হবে ১১ তারিখ। প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর। দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ ও ১১ নভেম্বর। সবগুলো ম্যাচই শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আফগানদের বিপক্ষে সিরিজ শেষ করেই ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ দল। সেখাবে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। এছাড়া চলতি মাসে দেশে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার। সেখানেও দুটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল।

এর আগে বিসিবি জানিয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দুটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। পুরো সিরিজই হবে দেশের বাইরে। পরে ব্যস্ত সূচির কারণে সেই সিরিজটি স্থগিত করেছিল দুই দেশের ক্রিকেট বোর্ড।

বিএইচ

শেয়ার