অনিয়ম-জালিয়াতি করে ঋণের নামে ১৭ হাজার কোটি টাকা বের করে নেয়ার পরও বহুল আলোচিত ব্যবসায়ী গ্রুপ এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের প্রতি ভালবাসা একটুও কমেনি কেন্দ্রীয় ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের। এস আলম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এইচ এস কম্পোজিট টেক্সটাইল লি. এর এলসির দায় পরিশোধের জন্য আবারো ৫৭ কোটি ৩০ লাখ ৬০ হাজার টাকার ফোর্স লোন সুবিধা দিয়েছে ইউনিয়ন ব্যাংক। আর এতে অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যদিও ৫ কোটি টাকার বেশি ঋণ বিতরণে নিষেধ করেছিল কেন্দ্রীয় ব্যাংক। ইউনিয়ন ব্যাংকের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১২ সালে শেখ হাসিনা সরকারের সময়ে ৯টি ব্যাংক অনুমোদন হয়। এর সব কটিই রাজনৈতিক বিবেচনায় অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ইউনিয়ন ব্যাংক একটি। ব্যাংকটির উদ্যোক্তাদের পেছনে শুরু থেকে এস আলম গ্রুপ থাকলেও সামনে রাখা হয় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদ ও মহাসচিব জিয়াউদ্দিন বাবলুকে। তখন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এক জোট হয়ে সরকারে ছিল। ২০১৩ সালে প্রতিষ্ঠার শুরুতেই ব্যাংকটির চেয়ারম্যান হন এস আলমের ভাই শহীদুল আলম। এতে ব্যাংকের পুরো নিয়ন্ত্রণ চলে যায় এস আলম গ্রুপের কাছে। ব্যাংকটির ভাইস চেয়ারম্যান ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) মোল্লা ফজলে আকবর। বিভিন্ন সময় চেয়ারম্যান ও পরিচালক ছিলেন সাইফুল আলমের ভাই রাশেদুল আলম, ওসমান গনি, সাইফুল আলমের ছেলে আহসানুল আলম ও বেলাল আহমেদ।
ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২৭ আগস্ট আগের পর্ষদ বিলুপ্ত করে নতুন পর্ষদে চেয়ারম্যান করা হয় এক্সিম ব্যাংকের সাবেক এমডি মু. ফরীদ উদ্দিন আহমদকে। তাঁর সঙ্গে থাকা অপর চার স্বতন্ত্র পরিচালক হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শহিদুল ইসলাম জাহীদ ও হিসাববিদ শেখ জাহিদুল ইসলাম।
৫ আগেস্টর আগে অনিয়ম-জালিয়াতিতে এস আলমকে সহযোগিতা করেছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোকাম্মেল হক চৌধুরী। এমনকি আওয়ামী লীগ সরকারের পতনের পরও ইউনিয়ন ব্যাংকে ৫০ কোটি টাকা তুলে নেন এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম ও তাঁর পরিবারের সদস্যরা। পাশাপাশি তাঁরা নিজেদের নামে থাকা টাকা অন্যদের নামে স্থানান্তর করেন, অন্য ব্যাংকেও সরিয়ে নেন। এরপরই গত ২৭ আগস্ট ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। একই সময়ে তাদের টাকা উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করে।
এ বিষয়ে কথা বললে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তা বাণিজ্য প্রতিদিনকে বলেন, এস আলম দেশে নাই, কিন্তু এস আলমের সহযোগিতা এখনো কেন্দ্রীয় ব্যাংকে আছে। এস আলমের জন্য যা যা করা দরকার সবই তারা করবে।
এ বিষয়ে জানতে ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিউদ্দিন আহমেদের মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি। এমনকি তার হোয়াটসঅ্যাপে বিষয়টি উল্লেখ করে মেসেজ পাঠালেও তিনি কোনো জবাব দেননি।
এতকিছুর পরও কেন্দ্রীয় ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের কর্মকর্তাদের এস আলমের প্রতি ভালবাসার কোনো কমতি নাই। এস আলমের প্রতিষ্ঠানের এলসির দায় পরিশোধের জন্য তাদেরকে ফোর্স সুবিধা দিয়েছে।
সম্প্রতি এস আলম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এইচ এস কম্পোজিট টেক্সটাইল লি. এর বিপরীতে ৪৬ লাখ ৫৮ হাজার ডলারের সমমান ৫৭ কোটি ৩০ লাখ ৬০ হাজার টাকার ফোর্স লোন সুবিধা দেয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংকে একটি আবেদন করেছিল ইউনিয়ন ব্যাংক।
ইউনিয়ন ব্যাংক তাদের আবেদনের শেষে উল্লেখ করেছে, আন্তর্জাতিক বাজাবে আমাদের ব্যাংক এবং বাংলাদেশের ব্যাংকিং খাতের ভাবমূর্তি রক্ষার্থে ও আমদানি রপ্তানি ব্যবসায়ের ধারা গতিশীল করতে মেয়াদোত্তীর্ন অপরিশোধিত স্বীকৃত বিল পরিশোধের জন্য এ গ্রাহকের বিপরীতে ফোর্স লোন সুবিধা প্রদান করার বিষয়ে আপনাদের সু-বিবেচনা ও অনুমোদন প্রত্যাশা করছি।
তাদের আবেদনের প্রেক্ষিতে গত ২৪ ডিসেম্বর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের দেয়া নোটে বলা হয়েছে, ব্যাংকের ১৮/১২/২০২৪ তারিখের পত্রানুযায়ী দেখা যাচ্ছে যে, গ্রাহক ‘এইচ এস কম্পোজিট টেক্সটাইলস লিঃ’ বহুল আলোচিত এস. আলম গ্রুপ সংশ্লিষ্ট। দাখিলকৃত দলিলাদির মধ্যে বিল অব এন্ট্রিসমূহের প্রাথমিক পর্যালোচনায় দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে ঘোষিত একক মূল্য হতে তুলনামূলক বেশি মূল্য ধার্য করতঃ কাস্টমস কর্তৃক মোট মূল্য হিসাবায়িত হয়েছে।
স্বীকৃত বিল পরিশোধ করা না হলে তা আন্তর্জাতিক বাণিজ্যে উক্ত ব্যাংকসহ বাংলাদেশের জন্য নেতিবাচক পরিস্থিতি তথ্য খারাপ মানের রেটিং তৈরীর পরিস্থিতি উদ্ভব হতে পারে, ফলে আন্তর্জাতিক বাণিজ্যিক সূচকে বাংলাদেশের অবস্থান নি¤œমূখী হবে মর্মে প্রতীয়মান হয়। সার্বিকভাবে আন্তর্জাতিক বাণিজ্য ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে ইউনিয়ন ব্যাংক পিএলসি, এবং বাংলাদেশের সার্বিক ব্যাংকিং ও অর্থনৈতিক খাতের ভাবমূর্তি রক্ষার্থে ব্যাংকটির আগ্রাবাদ শাখা, চট্টগ্রামের এস, আলম গ্রুপ সংশ্লিষ্ট গ্রাহক ‘এইচ এস কম্পোজিট টেক্সটাইলস লিঃ’ এর মেয়াদোত্তীর্ণ ও অপরিশোধিত স্বীকৃত বিল পরিশোধে ফোর্সড লোন সুবিধা প্রদানের আবেদনটি উর্দ্ধতন কর্তৃপক্ষের বিবেচনার বিষয়। উল্লেখ্য, রাষ্ট্রীয় মর্যাদা অক্ষুন্ন রাখার স্বার্থে অপরিশোধিত বৈদেশিক স্বীকৃত বিল দ্রুত পরিশোধে গভর্নর মহোদয়ের নির্দেশনা রয়েছে।
এদিকে, কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, ইউনিয়ন ব্যাংকে এস আলম গ্রুপ ও তাদের স্বার্থসংশ্লিষ্টদের ঋণের স্থিতি ১৭ হাজার ২২৯ কোটি টাকা, যা ব্যাংকটির মোট ঋণের প্রায় ৬২ শতাংশ। ২৪৭টি প্রতিষ্ঠানের নামে তারা এই ঋণ নেয়। এসব ঋণ নেওয়ার পর কোনো টাকা ফেরত দেয়নি।
এম জি