আগামীকাল মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ ঘিরে দেড় থেকে আড়াই লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টারে পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এ কথা জানান সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
বলা হচ্ছে, এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে সেখানে নিরাপত্তা নিশ্চিতে থাকবে অন্তত ৫০০ পুলিশ সদস্য।
আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আগামীকাল থেকে নতুন স্বপ্ন দেখবে বাংলাদেশ। আগামীর বাংলাদেশে যে সরকারই আসবে, এই ঘোষণাপত্র সীমারেখা হয়ে কাজ করবে।
তিনি আরও বলেন, এর মধ্য দিয়ে বস্তাপঁচা রাজনীতির অবসান হবে। জনগণের আকাঙ্ক্ষা পূরণে সকল রাজনৈতিক দল নতুন এই ঘোষণাপত্রকে স্বাগত জানাবে বলেও আশা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের।
এম জি