ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর ইসরায়েলে কাজ হারিয়েছে বহু ফিলিস্তিনি। বর্তমানে ফিলিস্তিনিরা গাজাসহ সব অঞ্চলেই বাস্তচ্যুত। এমনকি পশ্চিম তীরও ইসরাইলি হামলার কারণে নিয়ন্ত্রিত হয়ে আছে।
বার্তাসংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলিস্তিনের শ্রম বাজার এখন দখল নিচ্ছে ভারত। আল আরাবিয়া রোববার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তুলে ধরেছে।
হামাসের নজিরবিহীন হামলার পর থেকে হাজার হাজার ফিলিস্তিনি নির্মাণ শ্রমিকদের ইসরাইলে প্রবেশে বাধা তৈরি হয়েছে। আর সেটা সুযোগ তৈরি করেছে ভারতীয়দের জন্য।
ভারত বিশ্বের পঞ্চম-বৃহৎ অর্থনীতি এবং দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হলেও, লাখ লাখ লোকের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করতেও সংগ্রাম করেছে।
ভারতীয়রা কয়েক দশক ধরে ইসরাইলে কাজ রয়েছে, অনেকে বয়স্ক ইসরায়েলিদের দেখাশোনা করে। অন্যরা হীরা ব্যবসায়ী এবং আইটি পেশাদার হিসাবে কাজ করে।
কিন্তু গাজায় যুদ্ধ ক্রমবর্ধমান হওয়ার পর থেকে, নিয়োগকারীরা ইসরায়েলের ভবন নির্মাণ খাতেও ভারতীয়দের আনার জন্য কাজ শুরু করেছে।
দিল্লি-ভিত্তিক ডায়নামিক স্টাফিং সার্ভিসেসের চেয়ারম্যান সমীর খোসলা, যিনি ৫ লাখের ভারতীয়কে ৩০টিরও বেশি দেশে কাজ করার জন্য পাঠিয়েছে, এখন পর্যন্ত সাড়ে ৩ হাজার ভারতীয় শ্রম কর্মীকে ইসরায়েলে কাজ দিয়েছে। গাজা যুদ্ধের ফলে শ্রম বাজার যা তার জন্য একটি নতুন বাজার হিসেবে সুযোগ সৃষ্টি করেছে।
এনজে