Top
সর্বশেষ
গাজায় ফের ১৪ ফিলিস্তিনি ও এক ইসরায়েলি সেনা নিহত আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা, আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত রুপালী বাংলাদেশ পত্রিকার প্রকাশনা উৎসব

২০ অক্টোবর, ২০২৪ ৫:৩৭ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত রুপালী বাংলাদেশ পত্রিকার প্রকাশনা উৎসব
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

‘মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণিল আয়োজনে জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় পৌরশহরস্থ টেংকেরপাড় পৌর কমিউনিটি সেন্টার (২য় তলায়) ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত প্রকাশনা উৎসব ও আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। প্রকাশনা উৎসব উদ্বোধন করেন তরী বাংলাদেশ আহবায়ক শামিম আহমেদ।

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোঃ বাবুল মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে তরী বাংলাদেশের আহবায়ক শামিম আহমেদ বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে রুপালি বাংলাদেশ পত্রিকাটি এগিয়ে যাবে। পত্রিকাটি ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় সংবাদসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতির উন্নয়ন, নদী ও পরিবেশ সুরক্ষায়, নারীর অধিকার ও লিঙ্গ সমতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে পথিক টিভি ব্রাহ্মণবাড়িয়ার ব্যবস্থাপনা পরিচালক কবি লিটন হোসাইন জিহাদ বলেন, বাংলাদেশে অনেক পত্রিকার ভীড়ে “জাতীয় দৈনিক রুপালি বাংলাদেশ” বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অগ্রণী ভুমিকা রাখবে এবং পাঠকের হাতে বস্তুনিষ্ঠ সংবাদ পত্র হিসেবে পৌঁছাবে এমনটাই প্রত্যাশা করছি।

প্রকাশনা উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,প্রিয় পরিবার ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুর রহমান নাহিদ,পিস ভিশন বাংলাদেশ সাধারন সম্পাদক শরীফ আহমেদ খান, দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও কন্ঠ শিল্পী শাহাদাত হোসেন সোহেল, জেলার সিনিয়র সেচ্ছাসেবী কোহিনুর আক্তার প্রিয়া, রক্তদানের অপেক্ষায় ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো:হাসান, দৈনিক আজকের সংবাদের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বাদল, দৈনিক আলোকিত সকালের স্টাফ রিপোর্টার আবু সুফি,আলোকিত প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মো:নিশাদুল ইসলাম, আলোকিত সকাল জেলা প্রতিনিধি ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক সমিতির সদস্য মো:খোকন মিয়া, ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি(অনলাইন) জানে আলম রনি, ভিডিভি সদস্য জসিম উদ্দিন ও রুপালী বাংলাদেশ পত্রিকার ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা প্রতিনিধি সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এম জি

শেয়ার