Top
সর্বশেষ

হুয়াইহাই ও ন্যামস্ মোটরস’র মাঝে ডিস্ট্রিবিউশনশীপ চুক্তি সই

২৪ অক্টোবর, ২০২৪ ৪:০৭ অপরাহ্ণ
হুয়াইহাই ও ন্যামস্ মোটরস’র মাঝে ডিস্ট্রিবিউশনশীপ চুক্তি সই
নিজস্ব প্রতিবেদক :

চায়নার বিখ্যাত ইলেকট্রিক গাড়ি নির্মানকারী প্রতিষ্ঠান হুয়াইহাই গ্রুপ এবং ন্যামস্ মোটরস লিঃ এর মাঝে ডিস্ট্রিবিউশনশীপ চুক্তি সম্পাদিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) হুয়াইহাই গ্রুপের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ন্যামস্ মোটরস লিঃ এর পক্ষে মেজর জেনারেল এ কে এম আবদুর রহমান (অবঃ) এবং হুয়াইহাই গ্রুপের পক্ষে হুয়াইহাই এর প্রেসিডেন্ট মিস কেথেরিন স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ন্যামস্ মোটরস এর চিফ অপারেটিং অফিসার নুরউদ্দিন জাহাঙ্গীরসহ হুয়াইহাই গ্রুপের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ন্যামস্ মোটরস লিঃ এখন থেকে বাংলাদেশের বাজারে একক ডিস্ট্রিবিউটর হিসাবে হুয়াইহাই গ্রুপের ইলেকট্রিক স্কুটার আমদানী এবং বাজারজাত করবে। আগামী বছরের জানুয়ারী নাগাদ এ ইলেকট্রিক স্কুটারগুলো বাংলাদেশের বাজারে বাজারজাত শুরু হবে।

আশা করা যায়, এ ধরণের যানবাহন ব্যবহারের মাধ্যমে দেশের জ্বালানি সাশ্রয় এবং পরিবেশ দূষণ কমানো সম্ভব হবে।

বিএইচ

শেয়ার