Top
সর্বশেষ

চাঁদপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ

২৭ অক্টোবর, ২০২৪ ৬:০২ অপরাহ্ণ
চাঁদপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ
চাঁদপুর প্রতিনিধ :

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০০৬ সালে ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী লগি বৈঠা দিয়ে নির্মমভাবে পিটিয়ে জামায়াতের নেতাকর্মীদের হত্যা এবং অসংখ্য নেতা-কর্মীকে আহত করেছে। সেই হত্যা কান্ডের বিচারের দাবিতে এই সমাবেশ আয়োজন করা হয়।

রোববার (২৭ অক্টোবর) বিকেল ৫টায় শহরের বাইতুল আমিন চত্বর থেকে বিক্ষোভ মিছিল প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।

শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান খানের সভাপতিত্বে ও সেক্রেটারী বেলায়েত হোসেনের পরিচালনায় এছাড়াও বক্তব্য রাখেন,জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া। সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ নাসির উদ্দিন,জেলা ছাত্র শিবিরের সভাপতি মহরম আলী, শহর ছাত্রশিবিরের সভাপতি ফারুক হোসাইন।

বিক্ষোভ সমাবেশে জেলা, সদর, শহর ও বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীর অংশগ্রহণ করেন।

এম জি

শেয়ার