Top
সর্বশেষ

চাঁদপুরে তেলের জাহাজে আগুনের ঘটনায় তদন্ত কমিটি

২৮ অক্টোবর, ২০২৪ ৬:০৫ অপরাহ্ণ
চাঁদপুরে তেলের জাহাজে আগুনের ঘটনায় তদন্ত কমিটি
চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরের ডাকাতিয়া নদীতে পদ্মা ডিপোতে তেল আনলোডের প্রস্তুতিকালে সাদিয়া এন্টারপ্রাইজ নামে তেলের জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে পদ্মা ওয়েল কোম্পানির ডিপো ইনচার্জ মুহাম্মদ লোকমান এই তথ্য নিশ্চিত করেন।

এই কর্মকর্তা জানান, পদ্মা ওয়েল কোম্পানির ডিজিএম আসিফ মালেককে আহ্বায়ক করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে রোববার (২৭ অক্টোবর) বিকেলে চাঁদপুর শহরের কয়লাঘাট পদ্মা অয়েল কোম্পানির ডিপু এলাকায় ডাকাতিয়া নদীর পাড়ে তেলের জাহাজের ইঞ্জিন কক্ষে জেনারেটর বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জাহাজে থাকা ৬ কর্মচারী অগ্নিদগ্ধ হন। এর মধ্যে গোলাপ নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও কোস্টগার্ড যৌথভাবে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই জাহাজে সাড়ে ৭ লাখ ৭৮ হাজান লিটার পেট্রোল ও ডিজেল ছিল।

এম জি

শেয়ার