Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করাই বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

৩০ অক্টোবর, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ
গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করাই বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তন করাই এখন বড় চ্যালেঞ্জ। বুধবার (৩০ অক্টোবর) ন্যাশনাল পিপলস পার্টির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি কাজ করবে। যৌক্তিক সময়ের মধ্যে দেয়া হবে নির্বাচন।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা বলতো। কিন্তু তারাই গণতন্ত্রকে হত্যা করেছে। নিজেদের স্বার্থ হাসিলের জন্য বারবার পরিবর্তন করেছে ৭২ এর সংবিধান।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ অর্থ পাচার করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। টাকা পাচারের অপরাধে তাদের বিচারের দাবি জানান বিএনপি মহাসচিব।

এম জি

শেয়ার