Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

গণতান্ত্রিক পরিবেশ গড়তে তথ্যের অধিকার গুরুত্বপূর্ণ: শারমিন মুরশিদ

৩০ অক্টোবর, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ
গণতান্ত্রিক পরিবেশ গড়তে তথ্যের অধিকার গুরুত্বপূর্ণ: শারমিন মুরশিদ
নিজস্ব প্রতিবেদক :

দেশে গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে তথ্যের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ।

বুধবার (৩০ অক্টোবর) সকালে গুলশানে দ্য কার্টার সেন্টার এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত ‘তথ্য অধিকার প্রাপ্তিতে নারীর অগ্রগতি প্রকল্প’র বার্ষিক প্রশিক্ষণ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

এ প্রকল্পের মাধ্যমে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ আয়োজনের আহ্বান জানান।

গোপনীয়তার সংস্কৃতি পরিবর্তনের তাগিদ দিয়ে শারমিন এস মুরশিদ বলেন, আমাদের জাতি পুনর্গঠনের জন্য আরও একটি সুযোগ দেওয়া হয়েছে। গোপনীয়তার সংস্কৃতি পরিবর্তন করে তথ্য প্রকাশকে উৎসাহিত করতে হবে। যখন তথ্য সহজলভ্য হয় না, তখন ভুল তথ্য সহজেই প্রতিষ্ঠিত হতে পারে।

‘তথ্য অধিকার প্রাপ্তিতে নারীর অগ্রগতি প্রকল্প’র গুরুত্ব তুলে ধরে এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, এ উদ্যোগটি প্রমাণ করে যে, যখন নারীরা তথ্যের অধিকার পায়, তারা শুধু নিজেদের ক্ষমতায়ন করে না, বরং তাদের পরিবারে পরিবর্তনও আনে, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর নারীদের মধ্যে। জেন্ডারবৈষম্য নারীর অধিকার লঙ্ঘন করে এবং এ প্রকল্পটি তথ্যের অধিকার আইনের (আরটিআই) মাধ্যমে তথ্যপ্রাপ্তির সুযোগ করে দিয়ে জেন্ডার সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। তথ্যের অধিকার আইন এমন একটি আইন, যা নাগরিকদের সমাজে অর্থবহ অংশ নেওয়ার সুযোগ দেয়।

বিএইচ

শেয়ার