Top
সর্বশেষ

মুন্নু’র পল্লী অ্যাম্বুলেন্স নেওয়া যাবে যাত্রী সেবা

২০ মার্চ, ২০২১ ৫:০৭ অপরাহ্ণ
মুন্নু’র পল্লী অ্যাম্বুলেন্স নেওয়া যাবে যাত্রী সেবা

দেশের অন্যতম প্রাচীন শিল্পগোষ্টি মুন্নু গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেড মুজিববর্ষে গ্রামাঞ্চলে সাধারণ মানুষের চিকিৎসা সুবিধা প্রাপ্তির জন্য পল্লী অ্যাম্বুলেন্স প্র্স্তুতকরণ ও বিপণন শুরু করেছে। সম্প্রতি এই অ্যাম্বুলেন্স বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।

পল্লী সঞ্চয় ব্যাংকের অর্থায়নে মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি লিমিটেডের পল্লী অ্যাম্বুলেন্স প্রস্তুতকরণ ও বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করছে। ইতোমধ্যে কুমিল্লা জেলা, ফরিদপুর জেলা ও সাতক্ষীরা জেলায় পল্লী অ্যাম্বুলেন্সে রোগী পরিবহন কার্যক্রম চালু হয়েছে। চলতি মার্চ মাসেই আরো বেশ কয়েকটি জেলায় পল্লী অ্যাম্বুলেন্স বিতরণ করা হবে। পর্যায়ক্রমে সমগ্র দেশে এই অ্যাম্বুলেন্স বিতরণ করা হবে।

পল্লী সঞ্চয় ব্যাংকের গ্রামাঞ্চলে সদস্যদেরকে সহজ শর্তে ঋনদানের মাধ্যমে এই অ্যাম্বুলেন্স কর্মসূচী চালু করা হয়েছে। অন্যদিকে ‘উদ্দীপন’নামক বেসরকারী সমাজ উন্নয়ন সংস্থাও মুন্নু প্রস্তুতকৃত এই পল্লী অ্যাম্বুলেন্স কর্মসূচী বাস্তবায়ন করতে যাচ্ছে। এপ্রিল মাসে ৫টি জেলায় এই পল্লী অ্যাম্বুলেন্স কর্মসূচী বাস্তবায়ন করতে যাচ্ছে। এই কর্মসূচীতে স্বল্প বিনিয়োগে স্বাবলম্বী হওয়ার একটি সুবর্ণ সুযোগ রয়েছে।

সারাদেশে গ্রামাঞ্চলে দরিদ্র জনগোষ্টি অসুস্থতার কারনে জরুরীভাবে নিকটবর্তী স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিংবা জেলা সদরে হাসপাতালে রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স সুবিধা না পাওয়ায় সাধারণ মানুষের জরুরী চিকিৎসায় মারাত্মক সমস্যা হচ্ছে। পল্লী অঞ্চলের এই সকল জরুরী রোগীদের পরিবহনের জন্য কাচা সড়ক, আধাপাকা সড়ক এবং পাকা সড়কে চলাচলের উপযোগী পল্লী অ্যাম্বুলেন্স এর কোন বিকল্প নেই।

এ বিষয়টি বিবেচনা করে পল্লী সঞ্চয় ব্যাংক এবং বেসরকারী সমাজ উন্নয়ন সংস্থা ‘উদ্দীপন’ তাদের সমিতির সদস্যদের আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সহ দরিদ্র জরুরী রোগীদের স্বল্প মূল্যে রোগী পরিবহন সেবা প্রদানের লক্ষ্যে পল্লী অ্যাম্বুলেন্স প্রকল্প গ্রহণ করেছে যা বাস্তবায়ন করছে মুন্নু। একই বাহন যাতায়াতের বাইক হিসাবে এবং রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স হিসাবে ব্যবহৃত হবে।

এই পল্লী অ্যাম্বুলেন্সে জরুরী রোগীর তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেয়ার জন্য কিটসহ অক্সিজেন সিলিন্ডার, ফ্যান, স্ট্রেচার, ফাস্ট এইড বক্স, অ্যাম্বুলেন্স সাইরেন ইত্যাদি সুবিধা রয়েছে। অন্যদিকে ৮জন যাত্রী পরিবহনের বাইক হিসাবেও এটা উপযোগী গাড়ী। পল্লী সঞ্চয় ব্যাংক এবং ‘উদ্দীপন’এর সদস্যবৃন্দ সাধারণত নিম্ম আয়ের মানুষ। এই নিম্ম আয়ের মানুষদের স্বল্প সুদে ঋণ প্রদান করে আয়বর্ধন মূলক প্রকল্প পল্লী অ্যাম্বুলেন্স প্রদান করা হচ্ছে।

এই নিম্ম আয়ের মানুষ অর্থ উপার্জন করে স্বাবলম্বী হচ্ছে এবং ক্ষূদ্র উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত হচ্ছে। অন্যদিকে গ্রামীন জনগোষ্টি স্বাস্থ্য সেবায় যাতায়াত সুবিধা পাচ্ছে। পল্লী সঞ্চয় ব্যাংক এবং উদ্দীপন এর মাধ্যমে সারাদেশে বিভিন্ন জেলায় এই পল্লী অ্যাম্বুলেন্স বিতরণ কার্যক্রম চলছে। অ্যাম্বুলেন্স বিতরণের পূর্বে গ্রহাকদের এই অ্যাম্বুলেন্স গাড়ী চালানো, রক্ষণাবেক্ষণ ও মেরামত সম্পর্কে এবং প্রাথমিক স্বাস্থ্য বিধান বিশেষ করে রোগী পরিবহনের সময় অক্সিজেন ব্যবহার সম্পর্কে ২দিন ব্যাপী হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

এই কর্মসূচীর ফলে গ্রামীন দরিদ্র মানুষ অ্যাম্বুলেন্স সুবিধা পাবে, অসুস্থ রোগী দ্রুত চিকিৎসা সুবিধা পাবে, দরিদ্র জনগোষ্টির চলাচল সহজ হবে, দরিদ্র মানুষের আত্ম-কর্মসংস্থান হবে এবং সর্বোপরি দেশের অর্থনীতি উন্নয়নে অধিকতর গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।

শেয়ার