Top

জয়পুরহাটে নিরাপদ সড়ক আন্দোলনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

০১ ডিসেম্বর, ২০২৪ ১:০৬ অপরাহ্ণ
জয়পুরহাটে নিরাপদ সড়ক আন্দোলনের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জয়পুরহাট প্রতিনিধি :

‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই স্লোগানে জয়পুরহাটে নিরাপদ সড়ক চাই আন্দোলনের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার (১ ডিসেম্বর) এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

দিবসটি উপলক্ষ্যে রোববার সকালে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে একটি র‍্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় সামনে এসে শেষ হয়।

এরপর জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের জেলা সভাপতি নুর-ই আলম হোসেন।

এসময় বক্তব্য দেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেনসহ অন্যরা।

সভায় নিরাপদ সড়ক চাই আন্দোলনের সুপারিশসমূহ বাস্তবায়নের দাবি জানানো হয়।

বিএইচ

শেয়ার