Top

কালাইয়ে আমন ধান ও চাল সংগ্রহ শুরু

০১ ডিসেম্বর, ২০২৪ ৫:১৮ অপরাহ্ণ
কালাইয়ে আমন ধান ও চাল সংগ্রহ শুরু
জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটে জেলার কালাই উপজেলায় চলতি আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) বিকাল ৪টায় কালাই উপজেলা সদরে অবস্থিত সরকারি খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার নিলিমা আক্তার জাহান।

এ সময় উপস্থিত ছিলেন-কালাই উপজেলার খাদ্য নিয়ন্ত্রক আবু সালেহ মোঃ ইমরান, উপস্থিত ছিলেন কালাই সদর খাদ্য গুদামের এল, এস ,ডি অপূর্ব রায়হান চঞ্চল, মোলামগাড়ি খাদ্য গুদামের ইনচার্জ এনামুল হক, বিএনপি নেতা আনিছুর রহমান, কালাইয়ের মিলার মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজ, সেক্রেটারি মোঃ হুমায়ন তালুকদারসহ অন্যান্য মিলারেরা। এবার কালাই উপজেলার দুইটি খাদ্য গুদামে সরকার ২১৯২ মেট্রিকটন সিদ্ধচাল ৪৭ টাকা দরে, ৮২৮ মেট্রিকটন ধান ৩৩ টাকা দরে এবং আতব ২২৬ মেট্রিকটন ৪৬ টাকা দরে সংগ্রহ করবেন। সংগ্রহ কার্যক্রম চলবে ২৮/০২/২৫ তারিখ পর্যন্ত। এ সময় উপজেলা নির্বাহী অফিসার নিলিমা আক্তার জাহানকে চালের আদ্রতা মরিমাপ করে দেখান এল, এস, ডি অপূর্ব রায়হান চঞ্চল।

এম জি

শেয়ার