Top
সর্বশেষ

চাঁদপুর হানাদার মুক্ত দিবস আজ

০৮ ডিসেম্বর, ২০২৪ ২:২৪ অপরাহ্ণ
চাঁদপুর হানাদার মুক্ত দিবস আজ
চাঁদপুর প্রতিনিধি :

আজ ৮ ডিসেম্বর, চাঁদপুর হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলার দামাল সন্তানেরা চাঁদপুর শহরকে পাক হানাদার মুক্ত করে লাল সবুজের পতাকা উড়িয়ে ছিল।

চাঁদপুরবাসী দীর্ঘ্য ৮ মাসের বিভীষিকাময় দিনগুলোর কথা আজও ভুলেনি। ভুলতে পারেনি নরঘাতক পিচাশ পাকিস্তানি মেজর তৈমুর আর তাদের দোসর গোয়েন্দা বিভাগের শওকতের অত্যাচারের কথা।

তাদের বীভৎস নারকীয় অত্যাচারে বহু মা হারিয়েছে তাদের সন্তানকে। বিধবা হয়েছে বহু মা,ধর্ষিত হয়েছে বহু নারী। সেদিন কচি শিশুও রেহাই পায়নি তাদের হাত থেকে। হাত পা বেঁধে বহু জ্যান্ত মানুষকে নিক্ষেপ করে ফেলে দিয়েছিল চাঁদপুরের ত্রী নদীর মোহনা দিয়ে নদীতে।

চোখ উঠিয়ে নিয়েছে বহু বীর সন্তানদের। হাত পা মাথা নিচে দিয়ে ঝুলিয়ে রেখেছে বহু মুক্তিকামী জনগণকে। তারা চাঁদপুর শহরে টর্চারসেল হিসেবে ব্যবহার করতো চাঁদপুরের রেলওয়ের বড় ষ্টেশনের বাংলোগুলোকে। কালের সাক্ষী হয়ে বেশ কিছু পরিত্যক্তবাংলো এখনও রয়েছে। এসব বাংলো দেখলেই মুক্তিকামী মানুষ আজও চোখ দিয়ে অশ্রু ঝরায়।

১৯৭১ সালে ৭ এপ্রিল থেকে চাঁদপুর শহরে শুরু হয় জল্লাদদের তাণ্ডবলীলা। সেদিন সকাল ৯টা ৪৫ মিনিটে পাকিস্তানি দুটি যুদ্ধ বিমান থেকে বৃষ্টির মতো গুলি বর্ষণ শুরু করে। ৪০ মিনিটের গুলিবর্ষণে প্রায় পাঁচশতাধিক মানুষ হতাহত হয়। এরপর থেকে মুক্তিযোদ্ধারা ঝাপিয়ে পরে মুক্তিযুদ্ধে মমিনুল্যা বীর প্রতীক বুকে মাইন বেঁধে ডাকাতিয়া নদীতে প্রচন্ড শীত উপেক্ষা করে সহযোদ্ধাদের সাথে নিয়ে ইচুলি থেকে ডাকাতিয়া নদীতে নেমে পরেন। লন্ডন ঘাট এলাকায় এসে পাকিস্তানি অস্ত্র বোঝাই যুদ্ধ জাহাজ লোরাম মাইন বিস্ফোরণ ঘটিয়ে ডুবিয়ে দেন। এমনিভাবে ৮ মাস চাঁদপুরে যুদ্ধ করে ৮ ডিসেম্বর চাঁদপুর শহরকে হানাদার মুক্ত করে বীর সেনানীরা লাল সবুজের পতাকা চাঁদপুর সরকারি কলেজের সামনে উড়িয়ে চাঁদপুরকে হানাদার মুক্ত ঘোষণা করে।

এম জি

শেয়ার