জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সহায়তা হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন ৩৬ লাখ ৯৬ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেছে।
রোববার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে এক আনুষ্ঠানিক আয়োজনে ৩৫ জন শিক্ষার্থী, একজন শিক্ষক এবং একজন কর্মচারীর মাঝে এই সহায়তার চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং থাকবে। আহতদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিপ্লব একটি চলমান প্রক্রিয়া। আমি বিশ্বাস করি, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে ভূমিকা রাখবে। জুলাই-আগস্ট আন্দোলনের ঐক্যই ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, কম্পট্রোলার, চিফ মেডিক্যাল অফিসারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
উল্লেখ্য, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করে। প্রশাসনের এই সহায়তা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং তাদের মনোবল পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বিএইচ