কেন্দ্রীয় বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।
রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে মৃধা নজরুল ইসলাম’র পুত্র মো. মৃধা ফকরুল ইসলাম’র নেতৃত্বে মোংলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিলটি সুন্দরবন ইউনিয়নের কচুবুনিয়া বাজার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কচুবুনিয়া বাজারে একটি প্রতিবাদ সমাবেশ করে।
এসময় বক্তারা বলেন, কেন্দ্রীয় বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম একজন জননন্দিত নেতা। তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। জনপ্রিয় নেতা শামীমের জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি মহল বিভিন্ন গনমাধ্যমে অপপ্রচারে লিপ্ত রয়েছে। তারা এমন অপপ্রচার না চালানোসহ গণমাধ্যমকে ইতিবাচক সংবাদ প্রচারের আহবান জানান। তারা এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এসময় মোংলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আবু হানিফ শেখ’র সভাপতিত্বে মোংলা উপজেলা কৃষতদলের সভাপতি মো. ওদুদ হাওলাদার, বিএনপি নেতা বাবুল হাওলাদার, আলম সরদার, মাহমুদ ফরাজি সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এনজে