Top

লক্ষ্মীপুরে জামায়াতের শীতবস্ত্র বিতরণ

১৫ ডিসেম্বর, ২০২৪ ১২:৫৩ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে জামায়াতের শীতবস্ত্র বিতরণ
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরে জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (১৫ডিসেম্বর) সকালে শহরের আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে শহর জামায়াতের আয়োজনে ৪’শ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এসময় শহর জামায়াতের আমীর এড. আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারী ও লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম।

উপস্থিত ছিলেন- শহর জামায়াতের নায়েবে মাওলান জহিরুল ইসলাম, শুরা কর্মপরিষদ সদস্য শামছুল হুদা, জামায়াত নেতা আমির হোসেন, হেলাল উদ্দিন, শহীদ উল্লাহ সুমন, ফিরোজ আলম, নুরন্নবী ফারুক, জামাল উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য আলেম ওলামাদের হত্যা করেছে। দেশের টাকা লুট করেছে। তার দমনপীড়নে নিঃস্ব হয়েছে হাজার হাজার মানুষ। তাই তো সে জনশত্রুতে পরিণত হয়ে দেশ ছেড়ে পালিয়েছে। আর কোন জালিমকে এ দেশে সুযোগ দেওয়া হবে না। দেশের প্রত্যেকটি জনগন জালিমদের প্রতিহত করবে।

বিএইচ

শেয়ার