লক্ষ্মীপুর সদর উপজেলার ১৩নং দিঘলী ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি প্রয়াত শহীদ আসাদুজ্জামান বাবুলের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) বিকালে দিঘলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন ব্যানারে উত্তর জামিরতলী জামিলা মনসুর মহিলা মাদরাসা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে পাশ্ববর্তী মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এছাড়া নেতাকর্মীরা শহীদ আসাদুজ্জামান বাবুলের কবর জিয়ারত করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু।
ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সারওয়ারের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল হক স্বপন সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খান, থানা বিএনপির সদস্য ইমন ওমর, জেলা যুবদলের সদস্য কামাল উদ্দিন মোল্লা, ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল খালেক, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি সালমান হায়দার রাশেদ, জেলা ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন শিমুল, চন্দ্রগঞ্জ থানা ছাত্রদলের সদস্য সচিব জাহের ইসলাম জাহাঙ্গীর, জেলা ছাত্রদল সহ সাধারন সম্পাদক আকিল আহমেদ সোহান, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ স্বপন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান মারুফ, থানা মহিলা দলের সভাপতি ছকিনা বেগম, ইউনিয়ন মহিলা দলের সভাপতি রহিমা বেগম লাকি, সাধারণ সম্পাদক নাজমুর নাইম ফাহিমা প্রমুখ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, আসাদুজ্জামান বাবুলের ছেলে ও লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সদস্য সচিব আরমান হোসেন নোবেল।
এম জি