Top
সর্বশেষ

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল

১৬ ডিসেম্বর, ২০২৪ ২:৪৪ অপরাহ্ণ
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক :

মহান বিজয় দিবসে স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভারের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে গুলশানের বাসায় ফিরছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভার সিএমএইচ থেকে চিকিৎসকের পরামর্শে বাসায় যাচ্ছেন।

এর আগে, আজ সকাল ১০টার দিকে দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান মির্জা ফখরুলসহ সিনিয়র নেতারা। পরে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচে নেওয়া হয়।

তখন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আবদুস সালাম এবং যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল মির্জা ফখরুলের সঙ্গে হাসপাতালে যান।

বিএইচ

শেয়ার