Top

সোশ্যাল ইসলামী ব্যাংকের শ্রীনগর শাখায় গ্রাহক সমাবেশের আয়োজন

১৯ ডিসেম্বর, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ
সোশ্যাল ইসলামী ব্যাংকের শ্রীনগর শাখায় গ্রাহক সমাবেশের আয়োজন

সোশ্যাল ইসলামী ব্যাংকের শ্রীনগর শাখায় ক্লায়েন্ট গেট-টুগেদারের আয়োজন করেছে।

বুধবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ফোরকানউল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুস সাদাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর শাখার ব্যবস্থাপক মোঃ লোকমান হোসেন। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরীয়াহ সুপারভাইজরি কমিটি সেক্রেটারিয়েটের প্রধান সৈয়দ জয়নুল আবেদীন এবং বিপণন ও ব্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান সামিয়া তাহসিন। ব্যাংকের দুই শতাধিক গ্রাহক এই কর্মসূচিতে অংশগ্রহণ করে ব্যাংককে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

মোহাম্মদ ফোরকানুল্লাহ শাখার গ্রাহকদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সবচেয়ে বড় চালিকাশক্তি এবং তাদের সহযোগিতায় সোশ্যাল ইসলামী ব্যাংক এখন ঘুরে দাঁড়িয়েছে। তিনি সবাইকে এসআইবিএলের ওপর আস্থা রেখে ব্যাংকিং কার্যক্রম আগের মতো চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এম জি

শেয়ার