শেখ হাসিনাকে কাশিমপুর কারাগারে রেখে প্রতি ফোঁটা রক্তের বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মসলিশে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার বিনয়তলা বাজারে অনুষ্ঠিত হাট পুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ইসহাক খন্দকার বলেন, ‘শেখ হাসিনা তার পুলিশ বাহিনী, তার র্যাব, তার বিজিবি, তার গুন্ডা বাহিনী নিয়ে টিকতে পারেনি। এখন সেই শেখ হাসিনা নাকি চট করে বাংলাদেশে চলে আসবে। শেখ হাসিনাকে এনে কশিমপুর কারাগারে রেখে ছাত্র-জনতার প্রতি ফোঁটা রক্তের বিচার করা হবে ইনশাআল্লাহ। এদেশের ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করেছে হাসিনা। তারা এদেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে। যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নিয়ে মায়াকান্না করে তাদেরও বিচার করা হবে।’
এসময় তিনি বলেন, ‘পৃথিবীতে শান্তি আনতে হলে কোরআন সুন্নাহর শাসন আনতে হবে। এদেশের প্রতিটি ঘরে কোরআন ও দীনের আহ্বান পৌঁছে দিতে হবে।’
বাংলাদেশ জামায়াতে ইসলামী হাট পুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন সভাপতি মুরাদ হোসেন রনির সভাপতিত্বে এবং সেক্রেটারি জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিউদ্দিন হাসান, চাটখিল পৌরসভা জামায়াতের আমির মাওলানা আকতার হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ওমর ফারুক, উপজেলা জামায়াতের সেক্রেটারী নূর হোসাইন রিয়াজ, সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির সুমন, শাহাপুর ইউনিয়ন আমির মাওলানা দেলোয়ার হোসেন, নোয়াখলা ইউনিয়ন সভাপতি মমিনুল ইসলাম পাটোয়ারী প্রমুখ।
হাট পুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এই কর্মী সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াত এবং শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসেন। অনুষ্ঠানে ইউনিয়নের কয়েকশ নেতাকর্মীর উপস্থিতিতে ২০২৫-২০২৬ সেশনের ইউনিয়ন জামায়াতের নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।
বিএইচ