গাজীপুরে বাড়ীওয়ালা নাছিমা বেগমের (৪২) বিরুদ্ধে নবজাতককে (১ দিন) জিম্মি করে দেড় লাখ টাকা দাবির অভিযোগ উঠেছে।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ওই নবজাতকের মা রুমা আক্তার (২২) বাড়ীওয়ালাকে অভিযুক্ত করে জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ওইদিন রাতেই পিরুজালি গ্রামের এক বাড়ী থেকে নবজাতককে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়।
শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা ১১ টায় জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুল হাসান বিষয়টি নিশ্চিত করেছন।
এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর পূর্বপাড়া গ্রামের নাছিমা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। সে স্থানীয় মৃত মিনহাজের স্ত্রী। নাছিমা নবজাতককে পাশের পিরুজালি গ্রামের এক নিসন্তান দম্পতির কাছে দত্তক দিয়েছিল।
নবজাতকের মা রুমা আক্তার শেরপুরের ঝিনাইগাতি উপজেলার সালদা গ্রামের বাসিন্দা। সে তার স্বামী নূর ইসলামের সাথে নাছিমা বেগমের বাড়িতে ভাড়া থাকেন। তার স্বামী পেশায় একজন ইটভাটার শ্রমিক।
নবজাতকের মা রুমা আক্তার জানান, শনিবার (১৪ ডিসেম্বর) ভোর ৫টার দিকে তার প্রসব বেদনা শুরু হয়। তার স্বামী ও আত্মীয় স্বজন বাড়ীর মালিক নাছিমা বেগমকে সাথে নিয়ে অটোরিকশায় হাসপাতালে নিয়ে যাচ্ছিল রুমা আক্তারকে। হাসপাতালে যাওয়ার পথেই অটোরিকশার ভেতরেই রুমা ছেলে সন্তানের জন্ম দেন। নাছিমা বেগম রুমা আক্তার ও তার স্বামীকে বাসায় ফিরে যেতে বলেন এবং নবজাতকের নাড়ি কাটার জন্য তিনি একাই হাসপাতালে নিয়ে যান। প্রায় এক ঘণ্টা পর নাছিমা বাড়ীতে আসলে নবজাতককে ফেরত দেওয়ার বিনিময়ে রুমা-নূর ইসলাম দম্পত্তির কাছে দেড় লাখ টাকা দাবি করেন। রুমা টাকা দিতে পারবে না নাছিমা জানালেও সে নবজাতক ফেরত দেয়নি। পরে ৪ দিন যাবত নাছিমার কাছে নবজাতক ফেরত চাইলে নবজাতক ফেরত দিবে না বলে জানালে জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের করে রুমা। পরে বুধবার রাতে পুলিশ পিরুজালী গ্রামের এক নিসন্তান দম্পতির বাড়ীতে অভিযান চালিয়ে নবজাতককে উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ। থানায় অভিযোগ দেয়ার পর থেকে নাছিমা বাড়ী ছেড়ে অন্যত্র চলে গেছে।
স্থানীয়রা জানায়, নাছিমা বেগম দীর্ঘদিন যাবত মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। নবজাতক চুরির ভয়ে রুমা আক্তার তার স্বামীকে নিয়ে বুধবার রাতেই নাছিমার বাড়ি ছেড়ে চলে যায়। ঘটনাটি স্থানীয়দের মাঝে বেশ আলোচনার জন্ম দিয়েছে। তারা অভিযুক্ত নাছিমা বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সরেজমিনে ইটভাটায় গিয়ে রুমা আক্তারের সঙ্গে কথা হয়। তিনি বলেন, বাড়ীর মালিক নাছিমা আমাদেরকে বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে। তাই আমরা ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। এখন আমাদের বিরুদ্ধে বড় অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ তুলে হুমকি দেওয়া হচ্ছে।
অভিযুক্ত নাছিমার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মেয়ে জানান, মা বাড়িতে নেই। একাধিকবার তার মুঠোফোনে কল দিলেও রিসিভ না করায় এ বিষয়ে নাছিমার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মির্জাপুর ইউনিয়ন পরিষদের সদস্য শাহ্ আলম জানান, পুলিশ নবজাতককে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে। তবে, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুল হাসান বলেন, নবজাতককে উদ্ধার করে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে টাকার অভাবে রুমা আক্তার তার নবজাতক জন্মের আগেই দত্তক দেওয়ার কথা বলেছিলেন। এটি ভুল বোঝাবুঝি হতে পারে।
বিএইচ