বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। চাঁদপুর জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির সরকারের উদ্যোগে শুক্রবার ২০ ডিসেম্বর বিকেলে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বড় হলদিয়া গ্রামের নিজ বাড়িতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন।
সমাজ সেবক আলহাজ্ব সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহ্ ইমরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফরাজীকান্দি ইউপি’র সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তারেক সরকার।
এ সময় উপস্থিত ছিলেন ফরাজীকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রুহুল আমিন সরকার, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন, বিএনপি নেতা মনির হোসেন সরকার, মাসুদ আলম, ইউনিয়ন যুবদল নেতা বাফক সরকার, রোমান গাজী, সালাউদ্দিন তফাদার. জাকারিয়া, মোবারক হোসেন, মো. সাত্তার হোসেন প্রমুখ।
এনজে