লক্ষ্মীপুরে দেড় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ডিসেম্বর) সকালে সদর উপজেলার রসুলগঞ্জ বাজারস্থ হযরত ফাতেমা (রাঃ) দাখিল মাদরাসা প্রাঙ্গনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বৃত্তি পরীক্ষা আয়োজন করেন জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমীন ভূঁইয়া প্রতিষ্ঠিত হযরত ফাতেমা (রাঃ) ইসলামি সেন্টার।
এতে আশে পাশের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩য়-৫ম শ্রেনীর শিক্ষার্থীরা অংশ নেয়।
পরীক্ষা পরিদর্শনে আসেন লক্ষ্মীপুর আলিয়া মাদরাসার প্রাক্তণ অধ্যক্ষ মাওলানা একেএম আবদুল্লাহ।
এসময় তিনি বলেন, সুন্দর মনোরম পরিবেশে পরীক্ষা চলছে। এ ধরনের পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত হবে এবং তারা আদর্শিক মানুষ হিসেবে গড়ে উঠবে।
এছাড়া উপস্থিত ছিলেন, নবীগঞ্জ দাখিল মাদরাসার সুপার মাওলানা আবু তাহের, হযরত ফাতেমা (রাঃ) ইসলামি সেন্টারের সহ-সভাপতি ওয়ারেসা আমীন, হযরত ফাতেমা (রাঃ) দাখিল মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ মিরাজ হোসাইন সহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
হযরত ফাতেমা (রাঃ) দাখিল মাদরাসার সুপার মাওলানা মোহাম্মদ মিরাজ হোসাইন বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে আমাদের এ বৃত্তি পরীক্ষা। গত বছরও আমরা এ পরীক্ষার আয়োজন করেছি। এবারও ভালো সাড়া পেয়েছি। আগামীতে আমাদের এ বৃত্তি পরীক্ষা আরো বৃহৎ পরিসরে হবে বলে আমরা আশা ব্যক্ত করছি।
এনজে