Top

জমি দখলে বাধা দেওয়ায় বসত ঘরের সামনে প্রতিপক্ষের বেড়া

২৪ ডিসেম্বর, ২০২৪ ৬:৪৪ অপরাহ্ণ
জমি দখলে বাধা দেওয়ায় বসত ঘরের সামনে প্রতিপক্ষের বেড়া
লক্ষ্মীপুর প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুরে জমি দখলে বাধা দেওয়ায় বসত বাড়ি বেডা দিয়ে দখল করার অভিযোগ অভিযোগ উঠেছে। উপজেলার সোনাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড় রাখালিয়া গ্রামের আব্দুর রহমান কবিরাজ বাড়িতে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী হুমায়ুন কবির বাদি হয়ে রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটে ২০ ডিসেম্বর শুক্রবার সকালে।

অভিযুক্তরা হলো একই গ্রামের বাসিন্দা, মৃত জয়নাল আবেদীনের ছেলে মোঃ সাকিল (৩০), মৃত সহিদ উল্যাহর ছেলে মাসুম (৩২), মৃত আব্দুল হকের ছেলে সাখায়েত রহমান (৪০), সৈয়দ আহমদ মাস্টার এর ছেলে আব্দুল কাদের সুমন (৪৮)।

অভিযুক্ত সাকিল, মাসুম ও শাখায়েত ভুক্তভোগী হুমায়ূন কবির এর চাচাতো ভাইদের এর ছেলে। প্রতিবেশী সৈয়দ আহমেদ মাস্টার এর সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সৈয়দ আহমদ মাস্টার হুমায়ুন কবির গংদের জমি ভুয়া কাগজ পত্র দিয়ে গোপনে আব্দুর রশিদ এর কাছে বিক্রি করে দেয়। আব্দুর রশিদ ওই জমিতে ঘর নির্মাণ করতে চাইলে হুমায়ুন কবির গং বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সৈয়দ আহমদ মাস্টার অভিযুক্তদের নিয়ে ভুক্তভোগীর বসত বাড়িতে রশি টানিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এবং বসত বাড়িটি তার বলে দখল করার চেষ্টা করে।

এ বিষয়ে ভুক্তভোগী হুমায়ূন কবির বলেন, সৈয়দ আহমদ মাস্টার এর সাথে আমাদের পূর্ব হইতে জায়গা জমির বিষয় নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে। উক্ত বিরোধের বিষয় নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ দরবার করা হয়। কিন্তু তারা কাহারো কোন কথাই কর্নপাত করে না। ছৈয়দ আহম্মদ মাষ্টার আব্দুর রশিদ এর কাছে আমার দখলীয় মালিকানাধীণ একটি সম্পত্তির ভুয়া কাগজপত্র তৈরি করে তাহার কাছে বিক্রি করে। পরবর্তীতে আব্দুর রশিদ আমাদের দখলীয় সম্পত্তির মধ্যে তার বসত বিল্ডিং নিমার্ণের কাজ শুরু করে। এবং উক্ত বিষয় সম্পর্কে জানার পর আমিসহ আমার পরিবারের লোকজন তাকে বসত বিল্ডিং করিতে বাধা প্রদান করি। সে তখন বিল্ডিং এর কাজ বন্ধ রাখে। তারপর আমি সৈয়দ আহমদ মাস্টার কে নিয়ে সম্পত্তির প্রয়োজনীয় কাজগপত্র সহ স্থানীয় সালিশ বৈঠকের মাধ্যমে বসিয়া সমাধান করিতে বলি। কিন্তু তারা আমার কোন কথাই কর্ণপাত করে না। পরবর্তীতে তারা সকলে মিলে আমার ওয়ারিশী সম্পত্তির মধ্যে তাহাদের বিল্ডিং এর কাজ শুরু করে। এবং ছৈয়দ আহম্মদ মাস্টার আমার বাড়ীর অর্ধেক পরিমানের সম্পত্তি তাহার বলিয়া দাবি করে এবং তাহার দাবিকৃত সম্পত্তির মধ্যে সে সুপারি গাছ দিয়ে দড়ি বেধে রাখে। আমাকে এবং আমার পরিবারের লোকজনকে হুমকি দিয়ে বলে যে দড়ির এই পার্শ্বে যদি কেউ আসে তাহলে তাদেরকে প্রানে হত্যা করিবে।

এ বিষয়ে অভিযুক্ত, সৈয়দ আহমদ মাস্টার বলেন, হুমায়ুন কবির এর বাড়ির অর্ধক জমি আমার ছিলো। আমি ওই জমি তাদের কে লিখে দিয়েছি এবং তারা আমাকে অন্য জায়গা দিয়ে ওই পরিমান জমি লিখে দিয়েছে। কিন্তু আমি কিছু জমি রশিদ এর কাছে বিক্রি করেছি তারা এখানে বাঁধা দিলো কেন। তাই আমি তাদের বাড়িতে রশি টানিয়েছি। তারা এখানে দাবি না করলে আমি ওদের বাড়িতে দাবী করবো না।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিষয়টি দু:খজনক। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এম জি

শেয়ার