অর্থ আত্মসাতের অর্ভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার পর এবার বেসরকারি খাতের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মওলার পদত্যাগের দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন ব্যাংকটির কর্মকর্তারা। ক্ষুব্ধ কর্মকর্তাদের দ্বারা হেনস্তা হওয়ার আশঙ্কায় তিন দিন ধরে অফিস করছেন না মুহাম্মদ মনিরুল মওলা।
সর্বশেষ তিনি গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার অফিস করেছিলেন। এরপর গতকাল মঙ্গলবার পর্যন্ত তিনি অফিসে আসেননি। এমনকি তিনি যাতে আর অফিসে না আসতে পারেন সেজন্য ব্যাংকটির চেয়ারম্যান উবায়েদ উল্লাহ আল মাসুদের কাছে জোর দাবি জানিয়েছেন কর্মকর্তারা। আর চেয়ারম্যানও তাদেরকে আশ্বস্ত করে বলেছেন যে আগামী ২৯ ডিসেম্বর এমডির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তার সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।
ইসলামী ব্যাংকের একটি সূত্রে জানা গেছে, ব্যাংকের মধ্যে মনিরুল মওলার পক্ষেও কিছু কর্মকর্তা আছেন। এসব কর্মকর্তাদের মাধ্যমে তিনি বাসা থেকে সব খবর রাখছেন। গত রোববার দুপুরে তিনি অফিসে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তার ঘনিষ্ঠ কর্মকর্তারা তাকে জানিয়েছেন যে পরিস্থিতি ভাল না। তিনি আসলে সমস্যা হতে পারে। এ সংবাদ পেয়ে মনিরুল মওলা ব্যাংকে না আসার সিদ্ধান্ত নেন।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ বিষয়ে জানতে চাইলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির এমডি মুহাম্মদ মনিরুল মওলা বাণিজ্য প্রতিদিনকে বলেন, আমি এখনো এমডি হিসেবে আছি। দুইদিন ধরে অফিসে যাচ্ছি না। বাসা থেকেই কাজগুলো করছি।
আপনার পদত্যাদের দাবিতে কর্মকর্তারা ব্যাংকে বিক্ষোভ করছে। এ চাপ যদি আরও বাড়ে তাহলে আপনি কী সিদ্ধান্ত নিবেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখি পরিস্থিতি কী হয়।
এ বিষয়ে কথা বললে ইসলামী ব্যাংকের একজন পরিচালক বাণিজ্য প্রতিদিনকে বলেন, আমি যতটুকু জানি এমডি সাহেব দুইদিন ধরে অফিসে আসেন নি। তার বিরুদ্ধে অভিযোগ আছে। অনেক কর্মকর্তাও তার উপর ক্ষুব্ধ। কয়েক মাস ধরেই তারা এমডির পদত্যাগের দাবি জানিয়ে আসছেন। ২৯ তারিখ একটা মিটিং আছে। সেখানে হয়তো তার বিষয়ে কোনো একটা সিদ্ধান্ত হতে পারে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিগত কয়েক বছর ধরেই মনিরুল মওলার উপর ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা প্রচণ্ড ক্ষুব্ধ। চাকরিচ্যুত হওয়ার ভয়ে তারা এতদিন প্রকাশ্যে কিছু বলেনি। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষুব্ধ কর্মকর্তারা এস আলমকে লুটপাটে সহায়তাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ফুঁসে উঠে। এমনকি এস আলমের সহযোগী হিসেবে পরিচিত এমন কয়েকজন কর্মকর্তাকে তারা ব্যাংক ছাড়তেও বাধ্য করেন। কিন্তু ব্যাংকের মধ্যে এস আলমের প্রধান সহায়তাকারী হিসেবে পরিচিত এমডি মনিরুল মওলা তার পদে এখন পর্যন্ত বহাল তবিয়তেই আছেন। তবে ক্ষুব্ধ কর্মকর্তারা তার পদত্যাগের দাবিতে বিভিন্নভাবে আন্দোলন করে আসছেন।
এর মধ্যে গত ১৯ ডিসেম্বর জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে এক হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও আলোচিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলমের ছেলে আহসানুল আলম, ব্যাংকটির এমডি ও সিইও মনিরুল মওলাসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদক চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-১-এ বাদী হয়ে মামলাটি করেন সংস্থাটির উপ-পরিচালক ইয়াছিন আরাফাত। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে মুরাদ এন্টারপ্রাইজের নামে এই টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন।
দুদকের এই মামলার পরই মনিরুল মওলার বিরুদ্ধে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে উঠেন ব্যাংকের কর্মকর্তারা। মনিরুল মওলাকে আর ব্যাংকে প্রবেশ করতে দিবে না বলেও তারা সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা বাণিজ্য প্রতিদিনকে বলেন, মনিরুল মওলা হলেন লুটপাটকারীদের প্রধান এজেন্ট। শক্তিশালী এই ব্যাংকটা ধ্বংসের পেছনে তার হাত রয়েছে। তিনি এখন আর কোনো ফাইলে কই করেন না। তিনি আবার এস আলম ও নাবিল গ্রুপকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে দুদক মামলা করেছে। ইসলামী ব্যাংকের নিয়ম অনুযায়ী এমন ব্যক্তি আর ব্যাংকে থাকতে পারেন না। তার মতো একজন দুর্নীতিবাজকে আমরা এখন আর ব্যাংকে প্রবেশ করতে দিবো না।
ওই কর্মকর্তা আরও বলেন, গত রোববার আমরা চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছি। আমরা জোর দাবি জানিয়েছি যে তাকে যেন আর আসতে না দেয়া হয়। স্যার আমাদেরকে আশ্বস্ত করে বলেছেন যে আগামী ২৯ ডিসেম্বর তার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে ইসলামী ব্যাংকের আরেকজন উর্ধ্বতন কর্মকর্তা বাণিজ্য প্রতিদিনকে বলেন, স্যার দুইদিন ধরে বাসায় বসেই অফিস করছেন। তার বিষয়ে কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ আছে। হয়তো এই কারণে আসেননি।
বিএইচ