Top
সর্বশেষ

নিউজ প্রকাশের জেরে বিএনপি নেতার উপর হামলা

২৬ ডিসেম্বর, ২০২৪ ১১:০৫ পূর্বাহ্ণ
নিউজ প্রকাশের জেরে বিএনপি নেতার উপর হামলা
জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাট কালাইয়ে মাত্রাই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা নাজমুল হোসেন ফকিরের নামে  ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামকে বেধরক পেটানোর অভিযোগ উঠেছে।মাত্রাই ইউনিয়ন লেবার অফিসে আটকে রেখে তাকে নির্যাতন করা হয় বলে জানা গেছে। বর্তমানে গুরুতর অবস্থায় জাহিদুল ইসলাম জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার মাত্রাই ইউনিয়ন লেবার অফিসে এই ঘটনা ঘটে।

এই বিষয়ে স্থানীয়দের মধ্যে মামুনুর রশিদ,বাদেশ, বাদশাহ ও রুবেলসহ ১০/১২ জনের সাথে কথা বলে জানা গেছে,বিগত ২১ ডিসেম্বর ‘আ.লীগ নেতার অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির আহ্বায়ক’শিরোনামে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। ঐ সংবাদে মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামের বক্তব্য প্রকাশ পায়। এই ঘটনার জের ধরে বুধবার সন্ধ্যায় আওয়ামীলীগ নেতা নাজমুল হোসেনের নেতৃতে মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলামকে বেধড়ক মারপিট করা হয় বলে জানিয়েছেন তারা। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন।

ভুক্তভুগী জাহিদুল ইসলাম জানান, কয়েকদিন আগে কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় ‘আ.লীগ নেতার অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির আহ্বায়ক’শিরনামে প্রকাশিত সংবাদে আমার বক্তব্য প্রচার হয়। এতে সাংগঠনিকভাবে চাপের মুখে পরেন ইব্রাহিম হোসেন। বিষয়টি ইব্রাহিম হোসেন আওয়ামীলীগ নেতা নাজমুলকে জানান। এতে উত্তেজিত হয়ে নাজমুল তার পিটুয়া বাহিনীকে নিয়ে আমার উপর আক্রমণ করে বেধড়ক মারপিট করে।

এ ঘটনায় তিনি জীবননাশের আতঙ্কে আছেন বলেও জানান।

এই বিষয়ে কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন জানান, আজ সন্ধ্যায় মাত্রাইয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে এই বিষয়ে জেনেছি। তবে এই বিষয়ে এখন (৯.৩০) পর্যন্ত কোন অভিযোগ পাই নি।

কালাই থানা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন অভিযোগ অস্বীকার করে জানান, মারামারির বিষয়ে আমি শুনেছি। তবে আমাকে জড়িয়ে যে বক্তব্য দেয়া হয়েছে তা সত্য নয় ।

এনজে

শেয়ার